মূল্য ৭৮ মিলিয়ন ডলার! নিজের জন্য নতুন বিমান অর্ডার করলেন ধনকুবের এলন মাস্ক

Last Updated:

Elon Mask private jet: তাঁর আসন্ন সেই আকাশবাহন হল ‘গাল্ফস্ট্রিম জি৭০০৷’ আগামী বছরের শুরুতেই নাকি তাঁর কাছে এসে পৌঁছবে এই উড়োজাহাজ

ট্যুইটার কর্ণধার হওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে এলন মাস্ক
ট্যুইটার কর্ণধার হওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে এলন মাস্ক
ব্লু টিকের চার্জ থেকে পঞ্চাশ শতাংশ কর্মী ছাঁটাই৷ ট্যুইটার কর্ণধার হওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে এলন মাস্ক৷ এ বার সংবাদ চুম্বকে ধনকুবেরের ব্যক্তিগত বিমান৷ শোনা যাচ্ছে নিজের জন্য ঝা চকচকে প্রাইভেট জেট অর্ডার করেছেন তিনি৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তাঁর আসন্ন সেই আকাশবাহন হল ‘গাল্ফস্ট্রিম জি৭০০৷’ আগামী বছরের শুরুতেই নাকি তাঁর কাছে এসে পৌঁছবে এই উড়োজাহাজ৷ তার দাম নাকি প্রায় ৭৮ মিলিয়ন ডলার৷
এয়ারক্র্যাফ্ট ‘গাল্ফস্ট্রিম জি৭০০’-এর কেবিনের দৈর্ঘ্য ৫৭ ফুট৷ অত্যাধুনিক এই বিমানের রেঞ্জ ৭৫০০ নটিক্যাল মাইল৷ অর্থাৎ একবার পূর্ণ জ্বালানি থাকলে অস্টিন থেকে হংকং পর্যন্ত একটানা উড়ে যেতে পারবে৷ মাঝপথে জ্বালানি ভরার দরকার পড়বে না৷ বিশেষজ্ঞের মত অনুযায়ী, এর কেবিন এই মুহূর্তে বিশ্বে বৃহত্তম, সৃজনশীল ও বহুমুখী৷ এই বিমানের অন্যতম বিশেষত্ব হল রোলস রয়েস ইঞ্জিন এবং সিমেট্রি ফ্লাইট ডেক৷
advertisement
advertisement
এর পাশাপাশি এই বিমানের বিশেষত্ব হল নিজস্ব ওয়াই ফাই ব্যবস্থা, ২৮ ইঞ্চি x ২১ ইঞ্চির ২০ টি ডিম্বাকৃতি জানালা ও দু’টি শৌচাগার৷ এলন মাস্কের বর্তমান ব্যক্তিগত বিমান G650ER৷ মাঝে মাঝেই সফরের জন্য ট্যুইটার কর্ণধার সেটি ব্যবহার করেন৷ তিন বছর আগে লঞ্চ হওয়া G700 এসে জায়গা নেবে পুরনো G650ER-এর৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মূল্য ৭৮ মিলিয়ন ডলার! নিজের জন্য নতুন বিমান অর্ডার করলেন ধনকুবের এলন মাস্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement