TRENDING:

Shah Rukh Khan: ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’, পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখে খুললেন শাহরুখ খান

Last Updated:

Shah Rukh Khan: ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’-এর মঞ্চে বর্ষসেরার পুরস্কার হাতে সেই মানসিক এবং পারিবারিক টানাপোড়েন নিয়ে প্রথমবার মুখ খুললেন বাদশা। বললেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিনি কিং খান। তিনি বলিউডের বাদশা। কিন্তু মানসিক সংকটে ছিন্নভিন্ন হন তিনিও। পরিবারকে নিয়ে উদ্বেগ ঘিরে ধরে তাঁকেও। এ পথের শেষ কোথায়, বুঝে উঠতে পারেন না স্বয়ং শাহরুখ খানও। ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’-এর মঞ্চে বর্ষসেরার পুরস্কার হাতে সেই মানসিক এবং পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখ খুললেন বাদশা। বললেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’।
advertisement

গত চার-পাঁচ বছরে বদলে গিয়েছে গোটা পৃথিবী। করোনায় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছেন। তার ওপর লকডাউন। সবকিছু বন্ধ। সে সব দিনের কথা উঠে আসে শাহরুখের কথায়, ‘গত চার-পাঁচ বছরে আমি এবং আমার পরিবার এক অসহ্য সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কোভিডের কারণে আপনাদের অনেকেরও একই অভিজ্ঞতা হয়েছে। আমার বেশিরভাগ সিনেমাই ফ্লপ করেছে। বিশ্লেষকরা বলতে শুরু করে, ‘আমি শেষ’। কিছু নির্বোধও একই কথা বলেছে। বিশ্লেষক আর নির্বোধ আসলে একই জিনিস’।

advertisement

আরও পড়ুন: ‘AI -কে একটা থ্রেট মনে হয়…’ কণ্ঠস্বরের পেটেন্ট আনছেন অরিজিৎ? আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে একী বললেন গায়ক

এ দিন কিছুটা উদাসীনও ছিলেন শাহরুখ। পুরনো দিনের কথা বলার সময় যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সেই সময়টা, ‘ব্যক্তিগত জীবনেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি এ থেকে অনেক কিছু শিখেছি। শিখেছি, শান্ত থাকতে হয়, খুব শান্ত। শুধু পরিশ্রম করে যাও। আপনার যখন মনে হবে, সব ঠিক আছে, সব কিছু ঠিকঠাক চলছে, তখনই কোথাও থেকে আঘাত আসবে’।

advertisement

আরও পড়ুন: এবার বিয়ের পিঁড়িতে রশ্মিকা-বিজয়! কবে সারছেন বাগদান? প্রকাশ্যে এল দিনক্ষণ

তবে তিনিও বাজিগর। হেরে গিয়েও কীভাবে জয় হাসিল করতে হয় শাহরুখ জানেন। নিজের বক্তব্যের মাধ্যমে দর্শকদের যেন সেই পাঠই দিলেন বাদশা। বললেন, ‘কঠিন সময়ে কখনও আশা হারাতে নেই। আপনি যা করছেন সেটাই করে যান। মনে করুন, এটা একটা বাজে প্লট। এটা একটা বাজে টুইস্ট। এক সময় কেটে যাবে। এটা গল্পের শেষ নয়’। এরপরই শোনান সেই বিখ্যাত সংলাপ, ‘লাইফ মে ফিল্মোঁ কি তরাহ, অন্ত মে, দুঃখ ঠিক হো জাতা হ্যায়। অউর আগর ঠিক না হো, তো অন্ত নেহি হ্যায়। পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২৩’ পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। ধন্যবাদ জানান সিএনএন নিউজ ১৮-কে। বাদশা বলেন, ‘এরকম পুরস্কার আত্মবিশ্বাস বাড়ায়। মনে হয় আশা হারানো উচিত নয়। সৎ থাকা উচিত। চুপচাপ পরিশ্রম করে যাওয়ার সাহস যোগায় এই পুরস্কার’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: ‘যথেষ্ট শিক্ষা হয়েছে’, পারিবারিক টানাপড়েন নিয়ে প্রথমবার মুখে খুললেন শাহরুখ খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল