Rashmika Mandanna And Vijay Deverakonda: এবার বিয়ের পিঁড়িতে রশ্মিকা-বিজয়! কবে সারছেন বাগদান? প্রকাশ্যে এল দিনক্ষণ

Last Updated:
Rashmika Mandanna And Vijay Deverakonda: সিনে দুনিয়ায় এখন কান পাতলেই বিয়ের সানাই, সেই টলিউড হোক বা বলিউড। আর রকুল প্রীতের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরও এক চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দনার। প্রকাশ্যে বাগদানের দিনক্ষণ।
1/6
সিনে দুনিয়ায় এখন কান পাতলেই বিয়ের সানাই, সেই টলিউড হোক বা বলিউড। আর রকুল প্রীতের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরও এক চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দনার।
সিনে দুনিয়ায় এখন কান পাতলেই বিয়ের সানাই, সেই টলিউড হোক বা বলিউড। আর রকুল প্রীতের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরও এক চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মন্দনার।
advertisement
2/6
তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। বেশ কয়েকমাস ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তেলুগু ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে খুব শীঘ্রই এই জুটি বাগদান সাড়তে চলেছেন।
তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। বেশ কয়েকমাস ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তেলুগু ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে খুব শীঘ্রই এই জুটি বাগদান সাড়তে চলেছেন।
advertisement
3/6
গুঞ্জন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নাকি বাগদান করতে চলেছেন তাঁরা। এ ব্যাপারে অবশ্য বিজয় বা রশ্মিকা কেউই এখনও কিছু ঘোষণা করেননি। রশ্মিকা বা বিজয় কেউই তাঁদের সম্পর্ককের কথা জনসমক্ষে স্বীকারও করেননি।
গুঞ্জন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নাকি বাগদান করতে চলেছেন তাঁরা। এ ব্যাপারে অবশ্য বিজয় বা রশ্মিকা কেউই এখনও কিছু ঘোষণা করেননি। রশ্মিকা বা বিজয় কেউই তাঁদের সম্পর্ককের কথা জনসমক্ষে স্বীকারও করেননি।
advertisement
4/6
'NBK’-এর শো 'আনস্টপেবল উইথ'-এ হাজির হয়েছিল অ্যানিম্যালের টিম। আর সেখানেই রশ্মিকার সঙ্গে ইয়ার্কি করে রণবীর। সঞ্চালক নন্দামুরি বালাকৃষ্ণা বিজয়ের ‘অ্য়ানিমাল’ ছবির পোস্টার কেমন লেগেছে? তা জানতে চান, তারপর বিজয়কে ফোন করেন। কিন্তু ফোন ধরেননি অভিনেতা।
'NBK’-এর শো 'আনস্টপেবল উইথ'-এ হাজির হয়েছিল অ্যানিম্যালের টিম। আর সেখানেই রশ্মিকার সঙ্গে ইয়ার্কি করে রণবীর। সঞ্চালক নন্দামুরি বালাকৃষ্ণা বিজয়ের ‘অ্য়ানিমাল’ ছবির পোস্টার কেমন লেগেছে? তা জানতে চান, তারপর বিজয়কে ফোন করেন। কিন্তু ফোন ধরেননি অভিনেতা।
advertisement
5/6
এরপর রণবীরের বলেন রশ্মিকার মোবাইল থেকে ফোন করতে। আর তারপরই তাঁর ফোন ধরেন বিজয়। সঙ্গে সঙ্গে, রশ্মিকা সাবধান করে বলে দেন যে ফোন স্পিকারে। 
এরপর রণবীরের বলেন রশ্মিকার মোবাইল থেকে ফোন করতে। আর তারপরই তাঁর ফোন ধরেন বিজয়। সঙ্গে সঙ্গে, রশ্মিকা সাবধান করে বলে দেন যে ফোন স্পিকারে। 
advertisement
6/6
এই জুটিকে প্রথম দেখা গিয়েছিল ২০১৮-তে 'গীত গোবিন্দম' ছবিতে। এছাড়া 'ডিয়ার কমরেড' ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগেই তাঁরা মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
এই জুটিকে প্রথম দেখা গিয়েছিল ২০১৮-তে 'গীত গোবিন্দম' ছবিতে। এছাড়া 'ডিয়ার কমরেড' ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগেই তাঁরা মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement