Arijit Singh: 'AI -কে একটা থ্রেট মনে হয়...' কণ্ঠস্বরের পেটেন্ট আনছেন অরিজিৎ? আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে একী বললেন গায়ক
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Arijit Singh: আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে এখন ঘটছে নানা অবিশ্বাস্য ঘটনা। এই সব কান্ড নিয়ে চর্চাও শেষ নেই। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি বলেন, "AI -কে সাধারণ ভাবে দেখলে একটা থ্রেট মনে হয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের যেমন কাজের নানা ভাগ রয়েছে ঠিক তেমনি এখানেও অর্থাৎ AI-এর ক্ষেত্রেও বিভিন্ন ভাগ রয়েছে। মেডিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই। তিনি আরও বলেন, "এই ধরণের টেকনোলজিক্যাল যে কোনও বিষয়েই কিছু সুবিধা ও কিছু অসুবিধা থাকেই।"
advertisement
তিনি জানান যে তিনি নিজেও AI ব্যবহার করে থাকেন। তিনি বলেন, "আমার কণ্ঠের উপরেও এটা কাজ করেছে।" আর এই প্রসঙ্গেই তিনি পেটেণ্টের কথা জানান। তিনি বলেন, "আমাদের একটা পেটেন্ট বানাতে হবে তাই সেটার জন্য আমাদেরও প্রস্তুত থাকা প্রয়োজন। এর ফলে কেউ আমার অনুমতি ছাড়া আমার কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন না। তবে আমি অনুমতি দেব, কারণ তাতে আমার কোনও অসুবিধা নেই।'