Arijit Singh: 'AI -কে একটা থ্রেট মনে হয়...' কণ্ঠস্বরের পেটেন্ট আনছেন অরিজিৎ? আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে একী বললেন গায়ক

Last Updated:
Arijit Singh: আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে এখন ঘটছে নানা অবিশ্বাস্য ঘটনা। এই সব কান্ড নিয়ে চর্চাও শেষ নেই। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।
1/6
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে এখন ঘটছে নানা অবিশ্বাস্য ঘটনা। এই সব কান্ড নিয়ে চর্চাও শেষ নেই। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে এখন ঘটছে নানা অবিশ্বাস্য ঘটনা। এই সব কান্ড নিয়ে চর্চাও শেষ নেই। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন অরিজিৎ সিং।
advertisement
2/6
তিনি "দ্য মিউজিক পডকাস্ট"কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর কাজে AI -তে ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে, তাঁর কণ্ঠের পেটেন্ট আনবেন।
তিনি "দ্য মিউজিক পডকাস্ট"কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর কাজে AI -তে ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে, তাঁর কণ্ঠের পেটেন্ট আনবেন।
advertisement
3/6
অরিজিৎ সিং সাক্ষাৎকারে জানান, 'যদি AI-এর বিষয়টা ঠিক করে না জানি তাহলে পিছিয়ে পড়ব।' তবে এট নিয়ে যে তিনি খুব চিন্তিত তা একেবারেই হয়। এটাকে তিনি থ্রেট হিসেবে দেখছেন না। বরং কীভাবে এটি থেকে উপযোগিতা পাওয়া যায় সেটা নিয়েই তিনি বেশি আগ্রহী।
অরিজিৎ সিং সাক্ষাৎকারে জানান, 'যদি AI-এর বিষয়টা ঠিক করে না জানি তাহলে পিছিয়ে পড়ব।' তবে এট নিয়ে যে তিনি খুব চিন্তিত তা একেবারেই হয়। এটাকে তিনি থ্রেট হিসেবে দেখছেন না। বরং কীভাবে এটি থেকে উপযোগিতা পাওয়া যায় সেটা নিয়েই তিনি বেশি আগ্রহী।
advertisement
4/6
তাঁর মতে, AI শেষ পর্যন্ত একটা ফিড। AI-এর থেকে যেমন নানা উপকার পাওয়া যাবে, একই ভাবে এর অনেক খারাপ দিকও রয়েছে।
তাঁর মতে, AI শেষ পর্যন্ত একটা ফিড। AI-এর থেকে যেমন নানা উপকার পাওয়া যাবে, একই ভাবে এর অনেক খারাপ দিকও রয়েছে।
advertisement
5/6
তিনি বলেন, "AI -কে সাধারণ ভাবে দেখলে একটা থ্রেট মনে হয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের যেমন কাজের নানা ভাগ রয়েছে ঠিক তেমনি এখানেও অর্থাৎ AI-এর ক্ষেত্রেও বিভিন্ন ভাগ রয়েছে। মেডিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই। তিনি আরও বলেন, "এই ধরণের টেকনোলজিক্যাল যে কোনও বিষয়েই কিছু সুবিধা ও কিছু অসুবিধা থাকেই।"
তিনি বলেন, "AI -কে সাধারণ ভাবে দেখলে একটা থ্রেট মনে হয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের যেমন কাজের নানা ভাগ রয়েছে ঠিক তেমনি এখানেও অর্থাৎ AI-এর ক্ষেত্রেও বিভিন্ন ভাগ রয়েছে। মেডিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই। তিনি আরও বলেন, "এই ধরণের টেকনোলজিক্যাল যে কোনও বিষয়েই কিছু সুবিধা ও কিছু অসুবিধা থাকেই।"
advertisement
6/6
তিনি জানান যে তিনি নিজেও AI ব্যবহার করে থাকেন। তিনি বলেন, "আমার কণ্ঠের উপরেও এটা কাজ করেছে।" আর এই প্রসঙ্গেই তিনি পেটেণ্টের কথা জানান। তিনি বলেন, "আমাদের একটা পেটেন্ট বানাতে হবে তাই সেটার জন্য আমাদেরও প্রস্তুত থাকা প্রয়োজন। এর ফলে কেউ আমার অনুমতি ছাড়া আমার কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন না। তবে আমি অনুমতি দেব, কারণ তাতে আমার কোনও অসুবিধা নেই।'
তিনি জানান যে তিনি নিজেও AI ব্যবহার করে থাকেন। তিনি বলেন, "আমার কণ্ঠের উপরেও এটা কাজ করেছে।" আর এই প্রসঙ্গেই তিনি পেটেণ্টের কথা জানান। তিনি বলেন, "আমাদের একটা পেটেন্ট বানাতে হবে তাই সেটার জন্য আমাদেরও প্রস্তুত থাকা প্রয়োজন। এর ফলে কেউ আমার অনুমতি ছাড়া আমার কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন না। তবে আমি অনুমতি দেব, কারণ তাতে আমার কোনও অসুবিধা নেই।'
advertisement
advertisement
advertisement