রইস ছবির 'জালিমা' গানটিতে শাহরুখ ও মাহিরার কেমিস্ট্রি জমজমাট হিট করেছিল। মাহিরা নিজেও বেশ কিছুটা অবাক হয়েছিলেন। একাধিক বিষয় সচেতনও ছিলেন তিনি। শুটিং শুরুর পর রীতিমত ভয় পেতেন মাহিরা, ভাবতেন শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন? তাঁর স্বপ্নের অভিনেতা। সবটা যেন বিশ্বাই করতে পারছিলেন না তিনি।
আরও পড়ুন: 'অপরাজিত'র পর ফের নতুন লুকে জীতু, ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে এবার আরও বড় চমক
advertisement
মাহিরা জানিয়েছেন, হাস্যকর পরিস্থিতি তৈরি হয় 'জালিমা' গানে। এই গানের শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলেন তিনি। মাহিরার বক্তব্য, তিনি চাননি এমন কিছু করতে যা সীমা পার করে। গানে চুম্বনের দৃশ্য ছিল। কিন্তু তাতে রাজি ছিলেন না মাহিরা। শাহরুখ খানকে সরাসরি বলেছিলেন, তুমি আমায় চুমু খেত পার না। এমন কিছু করা ঠিক নয় যে পর্দায় অতিরিক্ত দেখায়।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!
এরপরই স্থির হয় নাকে-নাকে চুম্বনের দৃশ্য থাকবে ছবিতে। যদিও শাহরুখ খান-সহ প্রত্যেকেই এরপর মাহিরার পিছনে লাগা শুরু করেন। অভিনেত্রীর কথায়, 'যখন নোস টু নোস বিষয়টা হল তখন মজার সুরেই শাহরুখ জানতে চান, এবার ঠিক আছে? আর কোনও সমস্যা!'