৫৭-তেও যেন বিদ্যুৎ খেলিয়ে দিলেন স্টেজ জুড়ে। বাদশাহর এনার্জি আর জ্বলজ্বলে উপস্থিতি দেখে তাক লেগে গেল দর্শকদের। 'আর আর আর' এর নাটু নাটু গানেও পা মেলাতে দেখা গেল বাদশাহকে। এমনকী শেষমেষ 'নাচো নাচো'র সুরে গলাও মেলান অভিনেতা।
আরও পড়ুন: ১০০ দিন পার! বক্স অফিসে এখনও উড়ছে 'প্রজাপতি', বাংলা ছবি নিয়ে আশাবাদী পরিচালক
advertisement
সম্পূর্ণ কালো পোশাকেই একের পরে এক হুকস্টেপে নাচলেন শাহরুখ খান । অন্যদিকে ট্যাং টপ পরে নজর কাড়লেন রণবীর ও বরুণও। তিন অভিনেতার এই নাচের দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট ঘিয়ে বয়ে গিয়েছে নেটিজেনদের কমেন্টার ঝড়। শাহরুখের এই নাচ দেখে আনন্দে আটখানা হয়েছেন শাহরুখ প্রেমীরা।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও কি থেকে যায় অনুভূতি? সম্পর্কের টানাপড়েন ও ভালবাসার গল্প নিয়ে আসছে আসছে 'ডিপ ফ্রিজ'
এই ইভেন্টে সপরিবারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। নিজের পরিবারের সঙ্গে তোলা সেই ছবিও প্রবল ঝড় তোলে নেট মাধ্যমে। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, সলমান খান, রশ্মিকা মদনানা, সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াঙ্গা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাড়ুকন, আলিয়া ভাট, দিশা পাটানি. জাহ্ণবী কাপুর, করিনা কাপুর খান, সাইফ আলি খান, করিশ্মা কাপুর, ভিকি কৌশল সহ এক ঝাঁক তারকা।