Deep Fridge: বিচ্ছেদের পরেও কি থেকে যায় অনুভূতি? সম্পর্কের টানাপড়েন ও ভালবাসার গল্প নিয়ে আসছে আসছে 'ডিপ ফ্রিজ'
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
সম্পর্কের টানাপড়েন ও ভালবাসার গল্প নিয়ে আসছে আসছে 'ডিপ ফ্রিজ'
কলকাতা: আসছে অর্জুন দত্তের নতুন ছবি 'ডিপ ফ্রিজ'। ভালবাসা থেকে বিচ্ছেদ এক অকৃত্তিম সম্পর্কের টানাপড়েনেরই গল্প দেখা যাবে এই ছবিতে। বিচ্ছেদের পরেই কি সম্পর্কের অবসান হয়? যা না অস্তিত্ব থেকে যায় সেই পুরোনো আবেগ মাখার ভালবাসার।
ছবিতে স্বর্ণাভ ও মিলির জীবনেও দেখা যাবে একই গল্প। নিজেদের বিচ্ছেদর পরে সম্পর্কের টানাপড়েন ও নতুন এক জীবনের গল্পই দেখা যাবে এই ছবিতে। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল স্বর্ণাভ ও মিলির একমাত্র ছেলে তাতাই। বাবা-মায়ের ভেঙে যাওয়া সম্পর্ক ও জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের সাক্ষী থাকতে দেখা যাবে তাতাইকে।
advertisement
advertisement
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবির ও লক্ষ ভট্টাচার্যকে।
ছবি প্রসঙ্গে পরিচালক অর্জুন দত্ত জানিয়েছেন, "বর্তমানে বিচ্ছেদ বা ডিভোর্স একটা সাধারণ ঘটনা হওয়া সত্ত্বেও আমরা এটি সম্পর্কে কথা বলতে চাই না এড়িয়ে চলি। আমি আমার চারপাশে এমন দম্পতিদের দেখেছি যারা বিবাহের পরে একদমই সুখী নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু আমাকে সব সময় এটা ভাবিয়ে তোলে, যে পুরোনো টান কি সত্যিই ভুলে যাওয়া যায় না কি সেই পুরনো অনুভূতি অক্ষত থেকে যায় সারা জীবন। তাই 'ডিপ ফ্রিজ' হল এই ধরনের দম্পতিদেরর বিবাহবিচ্ছেদের পরের গল্প"
advertisement
"ডিপ ফ্রিজ" হল প্রাক্তন স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতার গল্প। নতুন সম্পর্কের ভিড়ে কি পুরোনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরন্তন? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? সেই গল্পই শোনাবে অর্জুন দত্তের পরবর্তী ছবি "ডিপ ফ্রিজ"।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 9:30 PM IST