Projapati: ১০০ দিন পার! বক্স অফিসে এখনও উড়ছে 'প্রজাপতি', বাংলা ছবি নিয়ে আশাবাদী পরিচালক
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
১০০ দিনেরও গণ্ডি পেরল পরিচালক অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'।
কলকাতা: ১০০ দিনেরও গণ্ডি পেরল পরিচালক অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'। এই খবরে খুশি হয়ে ইতিমধ্যেই নিজের ফেসবুক প্রোফাইল থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির মুখ্য অভিনেতা দেব। শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের মন ছুঁয়ে গেল বাবা ছেলের এই সম্পর্কের সমীকরণ। 'টনিক'-এর পরে ফের এত বড় সাফল্য পাওয়াতে অত্যন্ত খুশি পরিচালক অভিজিৎ সেন। তবে বার বার তাঁর একই প্রতিক্রিয়া "আমার থেকেও প্রজাপতি নিয়ে বেশি কনফিডেন্ট ছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী।"
বহু বিগ বাজেটের ছবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল 'টনিক'। একই ভাবেই যেন পাখা মেলে উড়ে দর্শকদের মন জয় করে ফেলল 'প্রজাপতি'। এত বড় সাফল্যের বিষয়ে পরিচালক অভিজিৎ সেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি অত্যন্ত খুশি, "১০০ দিনের পরেও বহু হল হাউসফুল ছিল। ছবি ভাল ভাবে চললে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল গুলোও মাথা তুলে দাঁড়াতে পারে। শুধু বাংলায় নয় ব্যাঙ্গালুরু, চেন্নাই, মহারাষ্ট্র, দিল্লিতেও হাউসফুল হয়েছে 'প্রজাপতি'। তাই ছবি ভাল হলে এটা অন্তত বোঝানো যায় যে বাংলা ছবিও জনপ্রিয়তা পেতে পারে।"
advertisement
advertisement
প্রথমে 'টনিক' তার পর 'প্রজাপতি', এই দুই ছবিই মন কেড়েছে দর্শকদের। সম্পর্কের টানাপড়েন, জটিলতা বা ভালবাসার এই গল্প সাড়া ফেলে দিয়েছে দেশ জুড়ে সেক্ষেত্রে কোন ধরণের ছবি মানুষের পছন্দ সে প্রসঙ্গে পরিচালক জানান, "আমার মনে হয় চিত্রনাট্য খুবই গুরুত্বপূর্ণ। গল্প ভাল হলে দর্শকরা দেখবেন, তা টনিক আগেই প্রমাণ করে দিয়েছে। যে ছবি সকলের সঙ্গে বসে দেখা যায় এবং গল্পের সঙ্গে মানুষ সংযোগ স্থাপন করতে পারে, সেই ছবিই দর্শকদের কাছে প্রিয়।"
advertisement
একের পর এক হিট ছবি দেওয়ায় পরিচালকের উপর ইতিমধ্যেই প্রত্যাশা বেড়েছে তাই এর পরে আরও ভাল ছবি আনা সত্যিই "চ্যালেঞ্জিং" বলে মনে করছেন পরিচালক অভিজিৎ সেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 7:18 PM IST