Bhuvan Badyakar : আর কাঁচা বাদাম নয়! এবার অভিনয়! বাংলা সিরিয়ালে বড় চরিত্রে ভুবন বাদ্যকর!

Last Updated:

Bhuvan Badyakar : কষ্টের দিন শেষ। ভাইরাল গান থেকেই এবার টিভির পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন ভুবন বাদ্যকর! জানুন

গানের পর এবার অভিনয় জগতে ভূবন বাদ্যকর 
গানের পর এবার অভিনয় জগতে ভূবন বাদ্যকর 
বীরভূম: গানের জগতের পর এবার অভিনয় জগৎ। এবার টিভির পর্দায় দেখা মিলবে 'কাঁচা বাদাম' গানে খ্যাতনামা শিল্পী ভূবন বাদ্যকরের। ১ এপ্রিল সন্ধ্যা থেকে একটি টিভি চ্যানেলে একটি সিরিয়াল শুরু হতে চলেছে। সেখানেই বাবার ভূমিকায় দেখা যাবে ভুবনবাবুকে।
সোশ্যাল মিডিয়ার আর্শিবাদে বাদাম বিক্রেতা থেকে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন বীরভূমের ভূবন বাদ্যকর। তাঁর কাঁচা বাদাম গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। একের পর টিভি শোতে তাঁকে আনা হয়েছে। একাধিক গানও তিনি ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন। এরই মাঝে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে নিজের জন্য আলিসান বাড়িও বানান তিনি। তবে এতকাল তাঁকে সাধারণত গায়ক হিসাবে দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন:
কিন্তু সেই ভুবন বাদ্যকর এবার দেখা যাবে সিরিয়ালের পর্দায়। ভুবন বাবু জানান, মাস তিনেক আগে তিনি শুটিং করে এসেছেন। ওই সিরিয়ালে তাঁকে মেয়ের বাবা হিসাবে পাঠ করতে হয়েছে। যেখানে তিনি প্রেম করে বিয়ের বিরোধী। অথচ তাঁর মেয়ে প্রেম করে বিয়ে করার চেষ্টা করবেন। সেই নিয়েই পুরো গল্প। তিনি আরও জানান, দু'দিন ধরে তাঁর শুটিং হয়। তার বিনিময়ে তিনি প্রায় ৪০ হাজার টাকাও পেয়েছেন। ভুবন বাবুর কথায়, " মানুষের আর্শিবাদে আমার গান সকলের মন হয় করেছে। সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি। এখন অভিনয়ের সুযোগ পেয়েছি। আগামী দিনে এরকম সুযোগ এলে আমি অভিনয় করে যাব।"
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bhuvan Badyakar : আর কাঁচা বাদাম নয়! এবার অভিনয়! বাংলা সিরিয়ালে বড় চরিত্রে ভুবন বাদ্যকর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement