দ্রুত আরোগ্যের (Shabana Azmi Covid Positive) কামনা জানিয়েছেন চলচ্চিত্র জগতের নানা ক্ষেত্রের দিকপালেরা। “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন শাবানাজি,” লিখেছেন অভিনেত্রী দিব্যা দত্ত। “নিজের যত্ন নিন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন,” লিখেছেন ডিজাইনার মণীশ মালহোত্রা। “হে ভগবান! জাভেদ সাবের থেকে দূরত্ব রাখুন,” সতর্ক করেছেন প্রযোজক বনি কাপুর। সারা আলি খানও অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেত্রী লিলেট দুবে লিখেছেন, “তাড়াতাড়ি সেরে উঠুন।”
আরও পড়ুন- জ্ঞান ফিরেছে, বন্ধ হয়েছে ভেন্টিলেটরও! লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের উন্নতি
সারা বিশ্ব জুড়েই অভিনেত্রীর গুণমুগ্ধরা দ্রুত আরোগ্য কামনা (Shabana Azmi Covid Positive) করে প্রার্থনা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “করোনা আপনার প্রেমে পড়েছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।” অন্যান্য অনেক গুণমুগ্ধই জাভেদ আখতারের জন্য নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন ম্যাডাম। আশা করি জাভেদ স্যার ভাল আছেন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি,” লিখেছেন আর এক ভক্ত।
দীর্ঘ লকডাউন কীভাবে কাটিয়েছেন শাবানা এবং জাভেদ? ২০২০ সালের হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাত্কারে শাবানা বলেন, “সবাই যেভাবে কাটাচ্ছে সেভাবেই চলছি। আমি সবার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, ফলে আমার মতো মানুষের পক্ষে এভাবে একা একা ঘরে থাকাটা আমি ভাবতেও পারিনি। জাভেদ লেখালেখির জন্য একা সময় কাটাতে অভ্যস্ত, তাই ওর পক্ষে বিষয়টি সহজ ছিল। কিন্তু আমরা একসঙ্গে এর আগে এতটা সময় কাটাইনি এবং আমরা সবসময় একে অপরের সঙ্গ উপভোগ করেছি। ফলে ব্যক্তিগতভাবে এতে আমাদের ভালোই হয়েছে।”
আরও পড়ুন- ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা
পদ্মশ্রী এবং পদ্মভূষণে সম্মানিত ৭০ বছর বয়সী এই অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনকেও। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই চলচ্চিত্র।