Lata Mangeshkar Health Update: জ্ঞান ফিরেছে, বন্ধ হয়েছে ভেন্টিলেটরও! লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের সামান্য উন্নতি

Last Updated:

Lata Mangeshkar Health Update: তিন দিনের বেশিই হল ভেন্টিলেটর বন্ধ রাখা হয়েছে এবং বর্তমানে জ্ঞান রয়েছে শিল্পীর।

#মুম্বই: সামান্য হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। চিকিৎসকরা জানিয়েছেন বেশ কয়েকদিন হল ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনও আইসিইউতেই রাখা হয়েছে শিল্পীকে। লতা মঙ্গেশকরের চিকিৎসকরা জানিয়েছেন, ৯২ বছরের এই শিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত হন (Lata Mangeshkar Health Update)। সামান্য উপসর্গই দেখা গিয়েছিল তাঁর। গত ৪ জানুয়ারি দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। ডাঃ প্রতীত সামদানি এবং তাঁর চিকিৎসকদের দল লতা মঙ্গেশকরের স্বাস্থ্য বিষয়ক (Lata Mangeshkar Health Update) তথ্য সাংবাদিকদের জানান।
advertisement
ইকোনমিক টাইমসকে সহযোগী অধ্যাপক, ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন লতা মঙ্গেশকর। “লতা মঙ্গেশকর আইসিইউতে রয়েছেন। তিন দিনের বেশিই হল ভেন্টিলেটর বন্ধ রাখা হয়েছে এবং বর্তমানে জ্ঞান রয়েছে শিল্পীর। যদিও এখনই হাসপাতাল থেকে ছুটি পাওয়া সম্ভব নয়," জানান তিনি। সামদানির মতে, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের (Lata Mangeshkar Health Update) সামান্যই উন্নতি হয়েছে।
advertisement
ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন ভারতীয় ভাষায় ৩০,০০০ টিরও বেশি গান গেয়েছেন এখনও পর্যন্ত।
সাত দশকেরও বেশি সময় ধরে আপামর ভারতীয়কে নিজের কণ্ঠের মায়ায় মুগ্ধ করে রেখেছেন লতা। নিজের দীর্ঘ কর্মজীবনে, তিনি ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’, ‘নীলা আসমান সো গয়া’, এবং ‘তেরে লিয়ে’-র মতো অসংখ্য গানকে চিরস্মরণীয় করে রেখেছেন। শুধু হিন্দি নয়, ভারতের অসংখ্য ভাষায় লেখা গান তাঁর কণ্ঠের ছোঁয়া পেয়েছে।
advertisement
ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন ভূষিত লতা মঙ্গেশকরের সুস্থতার কামনায় প্রার্থনা করছে সারা দেশই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Health Update: জ্ঞান ফিরেছে, বন্ধ হয়েছে ভেন্টিলেটরও! লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের সামান্য উন্নতি
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement