Deepika Padukone trolled: ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! এই মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone: দীপিকা ও অনন্যা দুজনেই এখন তাঁদের আসন্ন ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত।
#মুম্বই: "ছবি মুক্তির দিন এগিয়ে আসছে, আর পোশাকের দৈর্ঘ্য কমছে।" সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি এই মন্তব্য করেন দীপিকা পাডুকোন ও অনন্যা পাণ্ডের উদ্দেশে। দীপিকা ও অনন্যা দুজনেই এখন তাঁদের আসন্ন ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। তার মধ্যে ফ্রেডির এই মন্তব্যে বেশ চটেছেন দীপিকা (Deepika Padukone trolled)। এই বিষয়টি নিয়ে নেট দুনিয়া এখন সরগরম।
ফ্রেডি এই বিতর্ক শুরুর পরে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। ফ্রেডি লিখেছিলেন, "নিউটনের বলিউড ল- গেহেরাইয়া মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই পোশাকের দৈর্ঘ্য ছোট হয়ে আসছে।" এই মন্তব্যের পাল্টা দিয়েছেন দীপিকা (Deepika Padukone trolled)। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "বিজ্ঞানীরা বলেন এই বিশ্ব প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দিয়ে তৈরি। তাঁরা মূর্খদের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।"
advertisement
advertisement
এই মন্তব্যের আবার পাল্টা উত্তর দিয়েছেন ইনফ্লুয়েন্সার। তিনি লিখছেন, "ছোট পোশাক পরার জন্য আমি আপনাকে নিয়ে ঠাট্টা করছি না। আপনি গোড়ালি পর্যন্ত অথবা কান পর্যন্তও পোশাক পরতে পারেন। আমায় মূর্খ বলার জন্য ধন্যবাদ। আপনার গোটা কেরিয়ারে আপনি এই একটাই কথা বলেছেন যেটি নকল নয়।"
advertisement
advertisement
দীপিকা (Deepika Padukone trolled) এই মুহূর্তে শকুন বাত্রার ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। ছবিতে একটি সাহসী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী ১১ ফেব্রুয়ারি গেহেরাইয়া মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 11:10 PM IST