Deepika Padukone : পোশাক নাকি পলিথিন! কেন শর্ট ড্রেস পরছেন দীপিকা? অভিনেত্রী তুমুল ট্রোলড

Last Updated:
Deepika Padukone : ছবিতে বেশ সাহসী একটি চরিত্রে অভিনয় করছেন দীপিকা। প্রচার ইভেন্টগুলিতেও সাহসী পোশাকে ধরা দিচ্ছেন তিনি।
1/7
শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষীত ছবি গেহেরাইয়া। ছবির প্রচারে এখন ব্যস্ত দীপিকা পাডুকোন, অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁরা ছবির প্রচার করছেন। প্রতিটি ইভেন্টেই নজর কাড়ছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষীত ছবি গেহেরাইয়া। ছবির প্রচারে এখন ব্যস্ত দীপিকা পাডুকোন, অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁরা ছবির প্রচার করছেন। প্রতিটি ইভেন্টেই নজর কাড়ছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।
advertisement
2/7
ছবিতে বেশ সাহসী একটি চরিত্রে অভিনয় করছেন দীপিকা। প্রচার ইভেন্টগুলিতেও সাহসী পোশাকে ধরা দিচ্ছেন তিনি। আর তার জন্য এবার তুমুল ট্রোলড হলেন দীপিকা।
ছবিতে বেশ সাহসী একটি চরিত্রে অভিনয় করছেন দীপিকা। প্রচার ইভেন্টগুলিতেও সাহসী পোশাকে ধরা দিচ্ছেন তিনি। আর তার জন্য এবার তুমুল ট্রোলড হলেন দীপিকা।
advertisement
3/7
কপিল শর্মার শোয়ে দীপিকা একটি কালো রঙের ওয়ান শোল্ডার লেদারের শর্ট বডিকন পোশাক পরেছিলেন। এই পোশাক দেখেই নেটিজেন ট্রোল করা শুরু করেছেন।
কপিল শর্মার শোয়ে দীপিকা একটি কালো রঙের ওয়ান শোল্ডার লেদারের শর্ট বডিকন পোশাক পরেছিলেন। এই পোশাক দেখেই নেটিজেন ট্রোল করা শুরু করেছেন।
advertisement
4/7
এই পোশাক দেখেই নেটিজেন বলছেন, দীপিকা কি পলিথিন পরেছেন। দীপিকার এই লুক তাঁর স্টাইলিস্ট শালিনা নাথানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এই পোশাক দেখেই নেটিজেন বলছেন, দীপিকা কি পলিথিন পরেছেন। দীপিকার এই লুক তাঁর স্টাইলিস্ট শালিনা নাথানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
advertisement
5/7
ছবির প্রচারের জন্যই কপিল শর্মার শোয়ে এসেছিলেন দীপিকা। ছবিতে তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
ছবির প্রচারের জন্যই কপিল শর্মার শোয়ে এসেছিলেন দীপিকা। ছবিতে তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
advertisement
6/7
অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এই ছবির প্রচারে এত ছোট পোশাক পরছেন দীপিকা। সাহসী চরিত্র প্রোমোট করতেই কি ছোট পোশাক পরছেন তিনি। এর আগে পোশাকের জন্য উরফি জাভেদের সঙ্গেও তাঁকে তুলনা করেছে নেটিজেন।
অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এই ছবির প্রচারে এত ছোট পোশাক পরছেন দীপিকা। সাহসী চরিত্র প্রোমোট করতেই কি ছোট পোশাক পরছেন তিনি। এর আগে পোশাকের জন্য উরফি জাভেদের সঙ্গেও তাঁকে তুলনা করেছে নেটিজেন।
advertisement
7/7
অভিনেত্রীকে কমলা রঙের একটি কাটআউট বডি হাগিং পোশাকে দেখা যায়। এই পোশাকটিই নাকি উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনকে। নেকলাইন ও পিঠের কাছে রয়েছে কাট আউট। যার ফলে দীপিকার ক্লিভলাইন স্পষ্ট বোঝা যাচ্ছে পোশাকে।
অভিনেত্রীকে কমলা রঙের একটি কাটআউট বডি হাগিং পোশাকে দেখা যায়। এই পোশাকটিই নাকি উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনকে। নেকলাইন ও পিঠের কাছে রয়েছে কাট আউট। যার ফলে দীপিকার ক্লিভলাইন স্পষ্ট বোঝা যাচ্ছে পোশাকে।
advertisement
advertisement
advertisement