শোনা গিয়েছিল, বয়সে প্রায় ২৪ বছরের ছোট পূজার প্রেমে পড়েছেন 'টাইগার'। তাঁর সঙ্গেই আপাতত দিন কাটছে নায়কের। তবে খুব সচেতন ভাবেই নাকি সম্পর্কের কথা আড়ালে রাখছেন তাঁরা। এ বিষয়ে যদিও মুখে কুলুপ দুই তারকার। কিন্তু সত্যিই কি সহকর্মীর প্রেমে পড়েছেন সলমন? নাকি সবটাই নিছক গুঞ্জন?
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
advertisement
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
প্রেমের গুঞ্জন নিয়ে সলমন বা পূজা কোনও কথা বলেননি ঠিকই। তবে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন নায়কের এক বন্ধু। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, "যারা এই ধরনের খবর, তাদের লজ্জা হওয়া উচিত। মেয়েটা সলমনের মেয়ের বয়সি। ওরা একসঙ্গে ছবি করছে। আর কিছু মানুষ ভাবছে এই ধরনের গুজব রটালে ছবির প্রচার হবে। কিন্তু বিষয়টা লজ্জাজনক।"
সলমনের সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন পূজা। 'কিসিকা ভাই কিসিকা জান' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, সলমনের প্রযোজনা সংস্থার সঙ্গে আরও দু'টি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।