বিগ বস সিজন ১৭-এর বিজয়ীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। বিজয়ীর খেতাব পেলেন মুনাওয়ার ফারুকী। বিগ বসের জনপ্রিয়তার একটি বড় কারণ এই শোয়ের সঞ্চালক। সলমন খান। ভাইজানের উপস্থাপনা এবং সঞ্চালনা এই শোকে অন্য মাত্রা দেয়। খান পরিবারকে নিয়ে চর্চার শেষ নেই।
আরও পড়ুন: টলিপাড়ায় বিয়ের মরশুম! এবার কি বিয়ের পিঁড়িতে ‘ভুতু’? ‘গায়ে হলুদ’ ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়
advertisement
‘বিগ বস’-এর মঞ্চে কৌতুর শিল্পী ভারতী সিং সলমন খানকে তাঁর ভাইয়ের বিয়ে নিয়ে বেশ কিছু প্রশ্ন করেন। প্রসঙ্গত বিগ বস ১৭-এর মঞ্চে সলমনের পাশাপাশি তাঁর দুই ভাই আরবাজ এবং সোহেলও উপস্থিত ছিলেন। ভারতী মজার ছলে প্রথমে আরবাজকে বলেন,‘‘আপনি আপনার বিয়েতে আমন্ত্রণ জানাননি কেন?’’ উত্তরে আরবাজ মজা করেই ভারতীকে বলেন,‘‘নিশ্চয় আমন্ত্রন জানাবো, পরের বিয়েতে, আমার নয় অন্য কারও।’’
হেসে লুটি়য়ে পড়ে দর্শকমহল। এবার ভারতী সলমনকে বলেন, ‘‘দাদা হিসেবে বিয়ে নিয়ে ভাইকে আপনি কোনও পরামর্শ দেননি?’’ সলমনের সটান জবাব, ‘‘আরবাজ কারও কথা শোনেই না।’’