Tollywood Actress: টলিপাড়ায় বিয়ের মরশুম! এবার কি বিয়ের পিঁড়িতে ‘ভুতু’? ‘গায়ে হলুদ’ ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়

Last Updated:

এবার কি বিয়ে করতে চলেছেন আরও এক তারকা?

টলিপাড়ায় বিয়ের মরশুম! এবার কি বিয়ের পিঁড়িতে ‘ভুতু’? ‘গায়ে হলুদ’ ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়
টলিপাড়ায় বিয়ের মরশুম! এবার কি বিয়ের পিঁড়িতে ‘ভুতু’? ‘গায়ে হলুদ’ ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়
টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর। চারহাত এক হচ্ছে বহু তারকার। তবে এবার কি বিয়ে করতে চলেছেন আরও এক তারকা? ‘গায়ে হলুদ অনুষ্ঠান’-লেখা ছবি দিতেই হইচই নেটপাড়ায়। পাশাপাশি জুটছে সমালোচনাও।
ছোট্ট ভুতুকে মনে আছে? একসময় অভিনয়ের গুণে সকলকে মুগ্ধ করেছিলেন আর্শিয়া মুখোপাধ‍্যায়। আপামর সিরিয়াল প্রেমীদের কাছে যিনি ভুতু নামে পরিচিত। ছোট্ট ভুতু যদিও আর ছোট্টটি নেই। যথেষ্ট বড় হয়েছেন আর্শিয়া। এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?
advertisement
advertisement
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আর্শিয়া। যেখানে দেখা গিয়েছে গালে হলুদ লেগে রয়েছে আর্শিয়ার। সঙ্গে ক‍্যাপশনে লেখা ‘গায়ে হলুদ’। ছবি পোস্ট করার পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় ছবিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড়। ইতিবাচক মন্তব্যের থেকে নেতিবাচক মন্তব্যের সংখ্যাই বেশি।
advertisement
কোনও ব‍্যক্তি লিখেছেন, ‘‘আপনারই তো গায়ে হলুদ ছবি দেখে মনে হচ্ছে।’’ কারও মন্তব‍্য, ‘‘আপনার কি বিয়ে হয়়ে গিয়েছে?’’ আবার কেউ লিখেছেন, ‘‘এর মধ‍্যেই বিয়ে করে ফেললেন?’’
যদিও এই মন্তব‍্য নিয়ে কোনও রকম প্রতিক্রিয়া জানাননি আর্শিয়া। অবশ‍্য নেতিবাচক মন্তব‍্যের ভিড়ে বেশ কিছু ইতিবাচক মন্তব‍্যও রয়েছে। কেউ লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট ভুতু’’র মতো মন্তব‍্য লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actress: টলিপাড়ায় বিয়ের মরশুম! এবার কি বিয়ের পিঁড়িতে ‘ভুতু’? ‘গায়ে হলুদ’ ছবি পোস্ট করতেই সমালোচনার ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement