বিগ বস প্রতিযোগী অবিনাশের চ্যালেঞ্জ নিয়েই এই চুমু খেয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ তবে প্রকাশ্যেই এই চুম্বন দেখেই রেগে আগুন হয়েছেন শো-এর সঞ্চালক সলমন খান৷ ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে একে অপরকে চুম্বন করছেন জাদ ও আকাঙ্খা। ঘটনায় রীতিমতো মেজাজ হারালেন বলিউডের ভাইজান।
আকাঙ্খাকে সলমনের সরাসরি প্রশ্ন, ‘‘আপনি এটা করেছেন?’’ উত্তরে আকাঙ্খা স্বীকার করেন৷ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি নিজের ওয়েব সিরিজের শ্যুটে সম্প্রতি করেছি’’।
advertisement
আরও পড়ুন: বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত
এর উত্তরে সলমন বলেন,‘‘এক কাজ করুন এইসব একটু নিয়ন্ত্রণে রাখুন৷ শো থেকে বেরোনোর পর যত মন চায় করতে পারেন৷ এই শো ব্যক্তিত্ব প্রদর্শনের জন্য৷ আর আপনারা নিজেদের ব্যক্তিত্ব দেখিয়ে দিলেন৷ এটা স্ক্রিপ্টে ছিল না৷ আপনারা দু’জনে যেটা করছেন নিজেদের ইচ্ছেতেই করেছেন৷’’
আরও পড়ুন: রণবীরকে ২৪ বার থাপ্পড় মারেন ‘এই’ অভিনেতা? কী ঘটেছিল সেদিন? জানলে চমকে যাবেন
জাদকে ক্যাসানোভা বলতেও ছাড়েননি সলমন৷ ঘটনার তীব্র নিন্দা করে ভাইজানের মন্তব্য,‘‘ শো থেকে বেরিয়ে গিয়ে যত ইচ্ছে চুমু খাও৷ আমার কাজ নষ্ট কোরো না৷’’