ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। তিনি একটি টম বয়ের চরিত্রে অভিনয় করছেন এই শর্টফিল্মে। গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা ও আগন্তুকের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানেও গল্পের শেষে টুইস্ট। ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবপ্রসাদ হালদার, রানা বসু ঠাকুর।
আরও পড়ুন: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের
advertisement
আরও পড়ুন: বাংলা মেগার এই সব অভিনেত্রীরা আসলে একে অপরের বোন! তাঁরা কারা জানেন? দেখে নিন
পরিচালক দীপের তৃতীয় ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ওয়েব সিরিজ ‘নেক্রো’। তারই মাঝে এই শর্টফিল্মের কাজ শুরু করতে চলেছেন তিনি। পরিচালক দীপ বলেন, ‘‘এর আগে প্রিয়াঙ্কা, দেবপ্রসাদদার সঙ্গে কাজ হয়েছে। ঋতব্রত ও দেবরাজদা খুব ভাল অভিনেতা। এই গল্পে ঋতব্রত ও দেবরাজদাকে দর্শক পুরোপুরি অন্যভাবে দেখতে পাবে।
অন্যদিকে দেবপ্রসাদদার লুকে থাকছে অনেক চমক। একটা টানটান গল্প। যে গল্প বলবে এই গল্পের সব চরিত্র। আশা করছি দর্শকের ভাল লাগবে। ছোটো ছবির কোনও ব্যবসা নেই, ছোটো ছবি আর প্রায় হচ্ছে না বললেই চলে। কিন্তু আমরা খুব আশাবাদী এই ছবিটা ভাল লাগবে সবার।’’ ছবিটি মুক্তি পাবে ‘নাইট মাউন্ট এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে।