Ranojoy Bishnu: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের

Last Updated:

Ranojoy Bishnu: এক বছর ধরে প্রায় প্রতিদিন একটি চরিত্র হয়ে ওঠা, তার মতো করে ভাবা, তার মতো করে হাঁটাচলা, তার মতো করে প্রেমে পড়া, সব কিছু মিস করবেন রণজয়৷

রণজয় বিষ্ণু
রণজয় বিষ্ণু
কলকাতা: গলা ভারী। চোখে জল। চশমা খুলে বসলেন। নিজেকে সামলাতে পারছেন না যেন। রণজয় বিষ্ণুর এই চেহারা দেখে থমথমে নায়কের ভক্তকূল। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বড় খবর দিলেন রণজয়। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল সকলের।
গতকাল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’তে তাঁর শেষ শ্যুটিং ছিল। আর সেট থেকে সরাসরি লাইভে এসে সে খবর দিয়ে কেঁদে ফেললেন 'অনুজ'। শেষ বারের মতো 'অনুজ'-এর জুতোয় পা গলালেন রণজয়। আর সে কথা মেনে নিতে পারছিলেন না নিজেই।
advertisement
advertisement
এক বছর ধরে প্রায় প্রতিদিন একটি চরিত্র হয়ে ওঠা, তার মতো করে ভাবা, তার মতো করে হাঁটাচলা, তার মতো করে প্রেমে পড়া, সব কিছু মিস করবেন রণজয়৷ এমন একটি চরিত্র হয়ে ওঠার সুযোগ দেওয়ার জন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন নায়ক।
advertisement
View this post on Instagram

A post shared by RANO JOY (@rano_joy22)

advertisement
রণজয়ের কথায়, ‘‘জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছি, কিন্তু হয়তো কোনও চরিত্র এভাবে এক বছর আমার সঙ্গে থাকেনি, এভাবে যাপন করিনি বোধহয়। এই অনুজ লোকটির রাগ, অভিমান, দম্ভ, গাম্ভীর্য, সব মিলিয়ে একটি কঠিন চরিত্র হয়ে উঠেছিল। লীনা গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এই চরিত্রটি দেওয়ার জন্য। আজ একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। এরকম হয় না আমার সঙ্গে। অনুজকে মিস করব। ভিতর থেকে খুব ভাল একটা মানুষ। করতে গিয়ে বুঝেছি সেটা। বেশি করহা বলব না। তাহলে আরও ভেঙে পড়ব।’’
advertisement
'গুড্ডি'-তে শেষবারের মতো অভিনয় করলেন রণজয়। তাঁর চরিত্রের শেষ শ্যুটিং হয়ে গেল। রণজয়ের মতো এই ধারাবাহিকের দর্শকরাও হয়তো আজ চোখের জল ফেলছেন। অনুজ-গুড্ডির ভালবাসার সঙ্গে আর হয়তো একসঙ্গে থাকা হবে না। কিন্তু ‘গুড্ডি’র 'অনুজ'কে মনে রেখে দেবেন সকলে। মনে রাখবেন রণজয়ও। সে কথাই জানালেন লাইভে এসে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranojoy Bishnu: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement