বাংলা ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্য, দেবাদৃতা বসু, মানসী সেনগুপ্ত নামগুলো খুব পরিচিত। তাঁদের অভিনয়ের গুণে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এইসব টেলি তারকা। কিন্তু শুধু তাঁরা নন তাঁদের বোনেদেরও বাংলা মেগায় নানা সময় কাজ করতে দেখা যায়। জানেন কি তাঁরা কারা? রইল এই সব তারকা এবং তাঁদের বোনেদের পরিচয়।
শ্বেতা ভট্টাচার্য ও তনুশ্রী ভট্টাচার্য- দুজনেই টলি পাড়ার অত্যন্ত পরিচিত মুখ। দুজনে একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও অনেকেই জানেন না যে তারা একে অপরের বোন। মাঝে মাঝেই নিজেদের ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। 'সিঁদুরখেলা' থেকে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন শ্বেতা তারপর একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে, তনুশ্রীকেও বহুদিন ধরে নানা কাজ করতে দেখা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 'করুনাময়ী রানী রাসমণি'তে 'মা ভবতারিণী'। তাছাড়াও বর্তমানে ‘গৌরী এলো’ ধারাবাহিকে 'ঘোমটা কালী'র চরিত্রতে তিনি অভিনয় করছেন। অন্যদিকে শ্বেতা জি বাংলার 'সোহাগ জল' ধারাবাহিকে অভিনয় করছেন।
দেবাদৃতা বসু ও দেবপ্রিয়া বসু– 'জয়ী' ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন দেবাদৃতা। 'আলোছায়া', 'আলোর ঠিকানা' প্রভৃতির নানা সিরিয়ালের ইতিমধ্যেই কাজ করেছেন অভিনেত্রী। আর তাঁর বোন দেবপ্রিয়াও কিছু মেগাতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। মাঝেই তাঁরা তাঁদের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। দেবাদৃতার বাবাও এই ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁকেও বিভিন্ন মেগাতে নানা চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
মানসী সেনগুপ্ত ও রাইমা সেনগুপ্ত– ওয়েব সিরিজ থেকে সিরিয়াল সব ক্ষেত্রে নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টলি-অভিনেত্রী মানসী। তিনি মাঝে বলিউডেও কাজ করেছেন। বর্তমানে তাঁকে 'নিম ফুলের মধু' সিরিয়ালে দেখা যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে তাঁর বোন রাইমাও বর্তমানে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'তে অভিনয় করছেন।
অনন্যা গুহ ও অলকানন্দা গুহ– টলিপাড়ার আরেক পরিচিত দিদি বোনের জুটি অলকানন্দা-অনন্যা। বয়সে খানিকটা ছোট হলেও ইতিমধ্যেই দারুণ পরিচিতি পেয়েছেন অনন্যা। 'কৃষ্ণকলি', 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার', 'মিঠাই'-এর মতো প্রভৃতি জনপ্রিয় সব সিরিয়ালে কাজ করেছেন তিনি। অন্যদিকে অলকানন্দাও কম যান না। তিনিও নানা সিরিয়ালে কাজ করে মন জিতেছেন সকলের।