আরও পড়ুন: ফিরছে মঞ্জুলিকা! ‘ভুল ভুলাইয়া ৩’-এ ফের হাড়হিম করা ভয় দেখাবেন বিদ্যা! মুখ্য ভূমিকায় কি অক্ষয়ও
রুদ্রাক্ষী রায়গঞ্জ ইউনিভার্সিটি স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি একজন মেকআপ আর্টিস্ট। কানপুরে আয়োজিত তৃতীয় লিঙ্গের সুন্দরী প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের ‘ট্রান্সকুইন’ নির্বাচিত হয়েছেন রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী জানাযন, এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে ৪৬ জন অংশগ্রহণ করেছিল। যেখানে নাগাল্যান্ড, দিল্লি, আসাম পশ্চিমবঙ্গ থেকেও বহু প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তবে সকলকে হারিয়ে সেরার মুকুট পান রায়গঞ্জের রুদ্রাক্ষী।
advertisement
এই প্রতিযোগিতায় অন্যান্য সুন্দরী প্রতিযোগিতার মতো সব পর্বই ছিল, যেমন ফোটোশুট, ট্যালেন্ট রাউন্ড, কস্টিউম, বিচার, অসংখ্য দর্শক।নিজের ট্রান্সজেন্ডার পরিচয়টা দিতে কখনও দ্বিধাবোধ করেননি রুদ্রাক্ষী বরং তিনি সকলের সামনে নির্দ্বিধায় সেটি তুলে ধরেছেন।
মিস ট্রান্স ইন্ডিয়া ২০২৪-এর পর রুদ্রাক্ষীর স্বপ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।
পিয়া গুপ্তা