Vidya Balan as Manjulika: ফিরছে মঞ্জুলিকা! ‘ভুল ভুলাইয়া ৩’-এ ফের হাড়হিম করা ভয় দেখাবেন বিদ্যা! মুখ্য ভূমিকায় কি অক্ষয়ও

Last Updated:
Vidya Balan as Manjulika: ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল। ১৭ বছর পরেও মঞ্জুলিকা চরিত্রে বিদ্যার অভিনয় আজও সবার মনে জায়গা করে রয়েছে।
1/7
‘আমি যে তোমার, শুধু যে তোমার’ এই সুর শুনলেই প্রেমভাবের থেকে ভয়ভাব তৈরি হয় বেশি। আর তার কৃতিত্ব অভিনেত্রী বিদ্যা বালনের। ‘ভুল ভুলাইয়া’ ছবির প্রাসাদের কোণায় কোণায় এই সুর গুনগুন করে সকলকে শিউরে উঠতে বাধ্য করেছিলেন।
‘আমি যে তোমার, শুধু যে তোমার’ এই সুর শুনলেই প্রেমভাবের থেকে ভয়ভাব তৈরি হয় বেশি। আর তার কৃতিত্ব অভিনেত্রী বিদ্যা বালনের। ‘ভুল ভুলাইয়া’ ছবির প্রাসাদের কোণায় কোণায় এই সুর গুনগুন করে সকলকে শিউরে উঠতে বাধ্য করেছিলেন।
advertisement
2/7
২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল। ১৭ বছর পরেও মঞ্জুলিকা চরিত্রে বিদ্যার অভিনয় আজও সবার মনে জায়গা করে রয়েছে। অন্যদিকে অক্ষয় কুমারও এই ছবিতে অভিনয় করে প্রবল সুখ্যাতি অর্জন করেছিলেন।
২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল। ১৭ বছর পরেও মঞ্জুলিকা চরিত্রে বিদ্যার অভিনয় আজও সবার মনে জায়গা করে রয়েছে। অন্যদিকে অক্ষয় কুমারও এই ছবিতে অভিনয় করে প্রবল সুখ্যাতি অর্জন করেছিলেন।
advertisement
3/7
কিন্তু ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এ বিদ্যা বা অক্ষয় কেউই না থাকায় হতাশ হয়েছিলেন ভক্তরা। যদিও ছবিমুক্তির পর দেখা যায়, কার্তিক আরিয়ান বেশ ভালই প্রশংসা কুড়িয়েছেন মুখ্য ভূমিকায় অভিনয় করে।
কিন্তু ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এ বিদ্যা বা অক্ষয় কেউই না থাকায় হতাশ হয়েছিলেন ভক্তরা। যদিও ছবিমুক্তির পর দেখা যায়, কার্তিক আরিয়ান বেশ ভালই প্রশংসা কুড়িয়েছেন মুখ্য ভূমিকায় অভিনয় করে।
advertisement
4/7
এবার ঘোষিত হল এই ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবি। আর সেখানেই ফিরছে মঞ্জুলিকা। ফিরছেন বিদ্যা। এক সূত্রের মারফত খবর দিল এক সংবাদমাধ্যম।
এবার ঘোষিত হল এই ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবি। আর সেখানেই ফিরছে মঞ্জুলিকা। ফিরছেন বিদ্যা। এক সূত্রের মারফত খবর দিল এক সংবাদমাধ্যম।
advertisement
5/7
সেখান থেকেই জানা গেল, বিদ্যাকে এই চরিত্রের জুতোয় আবার পা গলানোর প্রস্তাব দেওয়া হয়। বিদ্যা নাকি তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছেন। দ্বিতীয় ছবির মতো তৃতীয়টিতেও পরিচালনার দায়িত্বে রয়েছেন আনীজ বাজমি।
সেখান থেকেই জানা গেল, বিদ্যাকে এই চরিত্রের জুতোয় আবার পা গলানোর প্রস্তাব দেওয়া হয়। বিদ্যা নাকি তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়েছেন। দ্বিতীয় ছবির মতো তৃতীয়টিতেও পরিচালনার দায়িত্বে রয়েছেন আনীজ বাজমি।
advertisement
6/7
তবে জানেন কি, মুখ্য ভূমিকায় কে রয়েছেন? এবার কি অক্ষয় কুমারকে দেখা যাবে? না, এবারও মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবেন কার্তিক। কেবল কার্তিকের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন, তা ঠিক হয়নি।
তবে জানেন কি, মুখ্য ভূমিকায় কে রয়েছেন? এবার কি অক্ষয় কুমারকে দেখা যাবে? না, এবারও মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবেন কার্তিক। কেবল কার্তিকের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন, তা ঠিক হয়নি।
advertisement
7/7
শোনা যাচ্ছিল, অনেক নায়িকার মধ্যে সারা আলি খানকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। তবে আগামী মাসের মধ্যেই নায়িকার ভূমিকার জন্য অভিনেত্রী চূড়ান্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
শোনা যাচ্ছিল, অনেক নায়িকার মধ্যে সারা আলি খানকে নিয়েও ভাবনাচিন্তা চলছে। তবে আগামী মাসের মধ্যেই নায়িকার ভূমিকার জন্য অভিনেত্রী চূড়ান্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement