আর সেই উপলক্ষে রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
আরও পড়ুন: বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা
আগামী ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন রোশনি আর তূর্য্য। ১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
advertisement
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রোশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে মেগার শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আয়োজন করা হল 'গোধূলি আলাপ'-এর সেটে।
কী ছিল মেনুতে?
নিউজ18 বাংলাকে ভুরিভোজের তালিকা জানালেন রোশনি। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি। আইসক্রিম কিনে এনে খাইয়েছেন রোশনির 'কৌশিকদা'।
আরও পড়ুন: সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথা, হাত, পাঁজরে আঘাত জুবিনের, প্রকাশ্যে হাসপাতালের ছবি
ভাস্বর সেই ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'রোশনির আইবুড়ো ভাত। আমার পার্টনার ইন ক্রাইম। দারুণ একটা বিয়ে হোক!'
অগ্নি-রোহিনী অর্থাৎ খলনায়ক আর খলনায়িকার এই রসায়নের ছবির নেপথ্যে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির গান বেজে উঠল। ঠিক কদিন বাদেই বিয়ের সানাই বাজবে কলকাতা শহরেই। সমস্ত রীতি মেনে বিয়ে করবেন রোশনি-তূর্য্য।