হোম /খবর /বিনোদন /
বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা

বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা

তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে।

  • Share this:

#হায়দরাবাদ: রোগে ভারাক্রান্ত তারকা জগৎ। ক্ষণে ক্ষণে অভিনেতা-অভিনেত্রীদের জটিল রোগের কথা প্রকাশ্যে আসছে। কখনও তা সামান্থা রুথ প্রভুর মায়োসাইটিস, কখনও বা বরুণ ধওয়ানের ভেস্টিবিউলার হাইপোফাংশন। এবারে জানা গেল, তেলুগু অভিনেত্রী পুনম কৌর ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত। পেশি এবং হাড়ের যন্ত্রণা এবং অসাড়তাই এর প্রধান উপসর্গ।

ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানান 'মায়াজালম', 'ওকা বিচিত্রম' ছবির নায়িকা। ছবি দিয়ে তিনি লেখেন, 'অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে।'

View this post on Instagram

A post shared by Poonam kaur (@puunamkhaur)

এই রোগে পেশি, হাড়ের যন্ত্রণা হয়। তার সঙ্গে ক্লান্তি, ঘুম ঘুম ভাব, স্মৃতি এবং মেজাজের সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথা, হাত, পাঁজরে আঘাত জুবিনের, প্রকাশ্যে হাসপাতালের ছবি

আরও পড়ুন: সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত! হাসপাতালে ভর্তি গায়ক জুবিন, হবে অস্ত্রোপচার

পুনম কৌর এখন কয়েক দিনের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। এবং সম্প্রতি তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন বলে কেরালায় গিয়েছিলেন। সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা করান তিনি। জানা গিয়েছে, প্রায় দু'বছর ধরে শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাঁর।

তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে। সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয় রাজনীতির ময়দানে।

Published by:Teesta Barman
First published:

Tags: Poonam kaur