বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা
- Published by:Teesta Barman
Last Updated:
তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে।
#হায়দরাবাদ: রোগে ভারাক্রান্ত তারকা জগৎ। ক্ষণে ক্ষণে অভিনেতা-অভিনেত্রীদের জটিল রোগের কথা প্রকাশ্যে আসছে। কখনও তা সামান্থা রুথ প্রভুর মায়োসাইটিস, কখনও বা বরুণ ধওয়ানের ভেস্টিবিউলার হাইপোফাংশন। এবারে জানা গেল, তেলুগু অভিনেত্রী পুনম কৌর ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত। পেশি এবং হাড়ের যন্ত্রণা এবং অসাড়তাই এর প্রধান উপসর্গ।
ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানান 'মায়াজালম', 'ওকা বিচিত্রম' ছবির নায়িকা। ছবি দিয়ে তিনি লেখেন, 'অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে।'
advertisement
advertisement
এই রোগে পেশি, হাড়ের যন্ত্রণা হয়। তার সঙ্গে ক্লান্তি, ঘুম ঘুম ভাব, স্মৃতি এবং মেজাজের সমস্যা দেখা দেয়।
advertisement
পুনম কৌর এখন কয়েক দিনের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। এবং সম্প্রতি তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন বলে কেরালায় গিয়েছিলেন। সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা করান তিনি। জানা গিয়েছে, প্রায় দু'বছর ধরে শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাঁর।
তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে। সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয় রাজনীতির ময়দানে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2022 11:14 AM IST