চোখে কালো চশমা, খোলা চুল, সাদামাঠা পোশাক, পায়ে সাদা স্নিকার্স। জৌলুসহীন সাজে রাহুল গান্ধির পাশে হাসিমুখে হেঁটে চললেন রিয়া। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' করছেন সনিয়া-পুত্র তথা কংগ্রেসের অন্যতম নেতা রাহুল। সেই পদযাত্রায় অংশ নিলেন রিয়া। মিছিলে হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের।
আরও পড়ুন: 'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর
advertisement
আরও পড়ুন : কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
রিয়া নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে মায়ের হয়ে প্রচার করেছেন। মুনমুন দু'বার তৃণমূল শিবির থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাঁচ বছর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে কি মায়ের পর এ বার রিয়ার পালা? কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চাক্ষুষ করে এমনই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে নানা মহলে।
তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে রাহুলের মিছিলে পা মিলিয়েছিলেন পূজা ভাট।