TRENDING:

Ritwick-Srijit: সৃজিতের সঙ্গে জোর টক্কর ঋত্বিকের, কে জিতবে এ বারের দ্বন্দ্বে?

Last Updated:

ঋত্বিক বললেন, ''প্রত্যেক ছবিই তার দর্শক খুঁজে নেয়। কারও অনেক বেশি, কারও কম। আমাদের ছবির দর্শক কম, তাই একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। এক জন পরিচালক। অন্য জন অভিনেতা। দু'জনেই নিজ নিজ ক্ষেত্রে উচ্চ প্রশংসিত এবং জনপ্রিয়। কিন্তু সদ্যই তাঁরা যুদ্ধে নামবেন। আসছে 'সাবাশ মিঠু' এবং 'অনন্ত'। শুক্রবার, ১৫ জুলাই। যুদ্ধ শুরু হতে চলেছে রাজ পোহালেই। একটি মূল ধারার হিন্দি ছবি। অন্যটি মূল ধারার বাইরের বাংলা ছবি। 'অনন্ত'র পরিচালক অভিনন্দন দত্ত। তাঁর প্রথম ছবি। ইতিমধ্যে ট্রেলারটি উচ্চ প্রশংসিত হয়েছে। হিন্দি ছবিটিতে ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজের জীবন কাহিনি ফুটে উঠবে। অভিনয়ে বলি তারকা তাপসী পান্নু। কার পাল্লা ভারী?
advertisement

'অনন্ত'র প্রচারে নিউজ18 বাংলার মুখোমুখি টলিউডের জনপ্রিয় এবং প্রশংসিত জুটি ঋত্বিক-সোহিনী। কী বলছেন তাঁরা?

আরও পড়ুন: টলিউডে বাংলাদেশের নায়ক সিয়াম আহমেদ! প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয়!

সোহিনীর কথায়, ''আমাদের ছবিটা ছোট একটা প্রেক্ষাগৃহে, কেবল নন্দন ২-তে মুক্তি পাবে। নন্দনের একটা আলাদা দর্শক আছেন, যাঁরা ছবি ভালবাসেন। বিভিন্ন জেলার লোক সেখানে আসেন। কেবল কলকাতা ভিত্তিক নয়। সব থেকে বড় কথা, ননদ্ন চত্বরে অন্য কোনও কাজে এসেও অনেকে ছবি দেখতে ঢুকে পড়েন। যাকে আমরা বলি, ফ্লাইয়িং দর্শক। আর মাল্টিপ্লেক্সের মতো ২০০-৩০০ টাকার টিকিট নয়, নন্দনে কম খরচে ছবি দেখা যায়, আমার ধারণা, সে রকম মানুষ দেখবেন এই ছবি। সেখানে 'সাবাশ মিঠু' মুক্তি পেলে বা 'বাহুবলী' মুক্তি পেলেও দুটোর কোনও সম্পর্ক নেই।''

advertisement

আরও পড়ুন: ইমরান হাশমি নাকি ঋত্বিক চক্রবর্তীকে খুঁজছেন! কেন? মারাত্মক 'কারণ' জানালেন সোহিনীও!

ঋত্বিক বললেন, ''প্রত্যেক ছবিই তার দর্শক খুঁজে নেয়। কারও অনেক বেশি, কারও কম। আমাদের ছবির দর্শক কম, তাই একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু 'অনন্ত'র আলাদা দর্শক আছে। তারা এসে পৌঁছতে পারলেই হবে। তারা সাবাশি দিয়ে গেলেই হবে। 'সাবাশ মিঠু' তার মতো করে দৌড়াক না।''

advertisement

সুতরাং এই ছবির নায়ক-নায়িকা সৃজিতের ছবির সঙ্গে দ্বন্দ্বে নামতে রাজি নন। আলাদা আলাদা পথে সকলের ভাল হোক, তেমনই চান ঋত্বিক-সোহিনী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritwick-Srijit: সৃজিতের সঙ্গে জোর টক্কর ঋত্বিকের, কে জিতবে এ বারের দ্বন্দ্বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল