Emraan-Ritwick-Sohini: ইমরান হাশমি নাকি ঋত্বিক চক্রবর্তীকে খুঁজছেন! কেন? মারাত্মক 'কারণ' জানালেন সোহিনীও!

Last Updated:

সোহিনীর কথায়, "আমি বাংলা ভাষাতেই নিজের অনুভূতি ব্যক্ত কর‍্যে স্বচ্ছন্দ। 'বিবাহ ডায়েরিজ'-এ আমি আর ঋত্বিকদা যে ভাবে ঝগড়াঝাঁটিগুলি বাড়িয়ে দিয়েছিলাম, সেটা অন্য কোনও ভাষা হলে হয়তো পারতাম না।'' (Emraan-Ritwick-Sohini)

#কলকাতা: আগামিকাল, শুক্রবার, ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি অনন্ত। ছবিতে তাঁর প্রেমের রূপে ধরা দেবেন সোহিনী সরকার। পরিচালনা অভিনন্দন দত্ত। তাঁর প্রথম ছবি। প্রচারে নিউজ18 বাংলার মুখোমুখি টলিউডের জনপ্রিয় এবং প্রশংসিত জুটি ঋত্বিক-সোহিনী।
আগেই শোনা গিয়েছিল, বলি তারকা ইমরান হাশমি নাকি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ঋত্বিককে। কিন্তু টলি তারকা কিছুতেই ধরা দিচ্ছেন না। কিন্তু কেন? খোঁজ করা এবং খোঁজ না পাওয়ার কারণ কী?
advertisement
এই খবরে চমকেছেন ঋত্বিক। কিন্তু তাঁর থেকেও বেশি হতভম্ব হয়েছেন সোহিনী। তাঁর প্রশ্ন, "কেন খুঁজছেন? চুমু খাবেন বলে?" ঋত্বিকও তাঁর নায়িকার সুরে সুর মিলিয়ে বললেন, "আমিও প্রথমে তাই ভেবেছিলাম। চুমু খাবেন বলে খুঁজছেন নাকি?" দু'জনেই হেসে উঠলেন নিজেদের উত্তরে।
advertisement
কিন্তু জানা গিয়েছে, ঋত্বিকের সঙ্গে ছবি করবেন বলেই নাকি তাঁকে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু ঋত্বিককে পাওয়া যাচ্ছে না। ঋত্বিক যদিও জানালেন, এমন কোনও খবর তাঁর কাছে এসে পৌঁছয়নি। তবে তাঁর ধারণা, খুঁজলে নিশ্চয়ই নিজে প্রযোজনা করবেন বলে ভাবছেন। কিন্তু তাঁর ডাক টলি নায়কের কানে পৌঁছয়নি।
advertisement
তবে কি ঋত্বিক বা সোহিনী, কেউই হিন্দি বা দক্ষিণী ছবিতে অভিনয় করবেন না? কবে দেখা যাবে তাঁদের? ঋত্বিক জানালেন, কেউ ডাকলে, কোনও চিত্রনাট্য ভাল লাগলে তিনি অবশ্যই কাজ করবেন। তবে সোহিনীর কথায়, "আমি বাংলা ভাষাতেই নিজের অনুভূতি ব্যক্ত কর‍্যে স্বচ্ছন্দ। 'বিবাহ ডায়েরিজ'-এ আমি আর ঋত্বিকদা যে ভাবে ঝগড়াঝাঁটিগুলি বাড়িয়ে দিয়েছিলাম, সেটা অন্য কোনও ভাষা হলে হয়তো পারতাম না। এখন অনেকেই বলেন যে শিল্পের ক্ষেত্রে ভাষা আর কোনও বাধা-ই নয়। কিন্তু আমি সেটা মানি না।আমার জন্য অভিনয় হোক, বা গান, ভাষায় দখল থাকাটা খুব দরকার। বাংলা ছাড়া তা অন্য ভাষায় আমার নেই। তবে হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই সেই ভাষা শিখে অভিনেতা কর‍তে চাইব।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Emraan-Ritwick-Sohini: ইমরান হাশমি নাকি ঋত্বিক চক্রবর্তীকে খুঁজছেন! কেন? মারাত্মক 'কারণ' জানালেন সোহিনীও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement