আবারও বনি-কৌশানি আসছেন একসঙ্গে৷ তাঁদের আগামী ছবি রাতের শহর৷ পরিচালক সায়ান বসু চৌধুরি৷ ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন ঋষিরাজ৷
2/ 5
ছবিতে দুই চরিত্র অর্ক এবং প্রিয়াঙ্কা৷ রাতে ট্রেন ছুট হয় দু’জনের৷ অর্ক প্রতিশ্রুতি দেয় প্রিয়াঙ্কাকে ভালভাবে পৌঁছে দেওয়ার৷ তবে সেই রাতেই ঘটে বিপত্তি৷ দু’জনেই মুখোমুখি হয় ভয়ঙ্কর পরিস্থিতির৷ এভাবেই চলে ছবির গল্প৷
3/ 5
বনি-কৌশানি জুটি যথেষ্ট সফল জুটি৷ তাদের একসঙ্গে পছন্দ করেন সকলে৷ একসঙ্গ বেশ কয়েকটি ছবিও করেছেন তাঁরা, যা বেশ হিট৷ তাছাড়া তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমনই গুঞ্জন৷ ফলে সেই রসায়ন ধরা পড়ে ছবিতে৷
4/ 5
ছবিতে সুর দিয়েছেন স্যাভি এবং অমিত মিত্র৷ ছবির প্রযোজক এস এস উদ্দিন এবং তারানা মহাজাবিন৷