বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে কলকাতার টলিউডের সব সময় একটা সম্পর্ক চোখে পড়েছে! দুই বাংলার অভিনেতারা মাঝে মধ্যেই এপার -ওপার বাংলাকে এক করে দেন তাঁদের অভিনয়ের সূত্র ধরে। এবার সেই যোগ সূত্র তৈরি করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ! photo source collected
2/ 5
কলকাতায় প্রথমবার তাঁকে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তন ঘোষালের ছবিতে। এই ছবিতে তিনি ছাড়াও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী! অনেক দিন পর এই জুটিকেও এক সঙ্গে দেখা যাবে। photo source collected
3/ 5
সিয়ামের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন আয়ুশী! এই ছবির প্লট সিয়ামেরই লেখা। সেই প্লট ধরেই চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। photo source collected
4/ 5
ছবির প্রযোজনায় শ্যাডো ফিল্মস ও রোড শো ফিল্মস। জানা গিয়েছে, আপাতত ছবির নাম ভাবা হয়েছে ‘প্রতিপক্ষ’। পুরো ছবির শ্যুট হবে লন্ডনে। যদিও ছবির নাম বদল হতে পারে! photo source collected
5/ 5
সিয়াম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "প্রথমবার প্রসেনজিৎ ও শ্রাবন্তীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আমার অনেক কিছু শেখার আছে তাঁদের থেকে!" এখন শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা! photo source collected