Siam Ahmed : টলিউডে বাংলাদেশের নায়ক সিয়াম আহমেদ! প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয়!

Last Updated:
Siam Ahmed : টলিউডে এবার নতুন ঝকঝকে মুখ! বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ প্রথমবার ছবি করছেন কলকাতায়! সঙ্গে প্রসেনজিৎ ও শ্রাবন্তী!
1/5
বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে কলকাতার টলিউডের সব সময় একটা সম্পর্ক চোখে পড়েছে! দুই বাংলার অভিনেতারা মাঝে মধ্যেই এপার -ওপার বাংলাকে এক করে দেন তাঁদের অভিনয়ের সূত্র ধরে। এবার সেই যোগ সূত্র তৈরি করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ! photo source collected
বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে কলকাতার টলিউডের সব সময় একটা সম্পর্ক চোখে পড়েছে! দুই বাংলার অভিনেতারা মাঝে মধ্যেই এপার -ওপার বাংলাকে এক করে দেন তাঁদের অভিনয়ের সূত্র ধরে। এবার সেই যোগ সূত্র তৈরি করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ! photo source collected
advertisement
2/5
কলকাতায় প্রথমবার তাঁকে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তন ঘোষালের ছবিতে। এই ছবিতে তিনি ছাড়াও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী! অনেক দিন পর এই জুটিকেও এক সঙ্গে দেখা যাবে। photo source collected
কলকাতায় প্রথমবার তাঁকে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তন ঘোষালের ছবিতে। এই ছবিতে তিনি ছাড়াও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী! অনেক দিন পর এই জুটিকেও এক সঙ্গে দেখা যাবে। photo source collected
advertisement
3/5
সিয়ামের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন আয়ুশী! এই ছবির প্লট সিয়ামেরই লেখা। সেই প্লট ধরেই চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। photo source collected
সিয়ামের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন আয়ুশী! এই ছবির প্লট সিয়ামেরই লেখা। সেই প্লট ধরেই চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। photo source collected
advertisement
4/5
ছবির প্রযোজনায় শ্যাডো ফিল্মস ও রোড শো ফিল্মস। জানা গিয়েছে, আপাতত ছবির নাম ভাবা হয়েছে ‘প্রতিপক্ষ’। পুরো ছবির শ্যুট হবে লন্ডনে। যদিও ছবির নাম বদল হতে পারে! photo source collected
ছবির প্রযোজনায় শ্যাডো ফিল্মস ও রোড শো ফিল্মস। জানা গিয়েছে, আপাতত ছবির নাম ভাবা হয়েছে ‘প্রতিপক্ষ’। পুরো ছবির শ্যুট হবে লন্ডনে। যদিও ছবির নাম বদল হতে পারে! photo source collected
advertisement
5/5
সিয়াম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "প্রথমবার প্রসেনজিৎ ও শ্রাবন্তীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আমার অনেক কিছু শেখার আছে তাঁদের থেকে!" এখন শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা! photo source collected
সিয়াম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "প্রথমবার প্রসেনজিৎ ও শ্রাবন্তীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আমার অনেক কিছু শেখার আছে তাঁদের থেকে!" এখন শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা! photo source collected
advertisement
advertisement
advertisement