ঋতাভরীর ছবি বা ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ এবার বিচের ধারে লাল পোশাকে ধরা দিলেন নায়িকা৷ লাল রঙের হাই থাই স্লিট সিফনের স্কার্ট সঙ্গে লো লেক টপ এবং ওড়না-তে নয়া লুকে চমকে দিয়েছেন নায়িকা৷ কোকড়ানো চুল,কাজল কালো চোখের চাহনিতে লাস্যময়ীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের৷ ভিডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছে এমনই একটি গান, যা নিয়ে চর্চা তুঙ্গে৷ গানের শেষ লাইন বলছে, ডু ইউ লভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালবাসো, কার উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন নায়িকা, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ভিডিও পোস্ট করা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতা ছড়িয়ে শিরোনামে উঠে এলেন নায়িকা৷ যদিও ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও -ছবি শেয়ার করে থাকেন ঋতাভরী চক্রবর্তী৷ এবারও তেমনটাই করলেন বঙ্গললনা৷ সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা।
আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ফ্যাশনে স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে। তাঁর রূপের জাদুতে মুগ্ধ সাইবারবাসী৷