আসলে, ইদ উপলক্ষে নতুন নাটক নিয়ে এসেছেন তানজিন। নাটকের নাম 'রিকশা গার্ল'। নাটকে তাকে দেখা যাবে ভিন্ন এক লুকে। তানজিন তিশার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মণ্ডল। আহমেদ তাওকীরের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। 'রিকশা গার্ল' নাটকে শিখা চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোয় ২১ মিনিটের ঐতিহাসিক যাত্রাপথে সামিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
অভিনেত্রীর কথায়, 'আমি সব ধরনের কাজেই নিজেকে প্রমাণ করতে চাই। তবে এই নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এ নাটকে। এই শহরে যে সব নারী জীবন সংগ্রামে লড়াই করছে তাঁদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে কাজটা করা। ইদে রিকশা গার্ল নিঃসন্দেহ অন্য রকম একটি কাজ হবে।'
আরও পড়ুন: মাদককাণ্ডে আরও নিশ্চিন্ত শাহরুখ-পুত্র আরিয়ান খান, হাতে পেলেন পাসপোর্ট
নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেছেন, 'গল্প নির্মাণে আমি অন্য রকম আনন্দ পাই। চারপাশের চেনাজানা চরিত্রগুলোর গল্প বলার মধ্যে অনেকের জীবনের ছবি দেখতে পাই। যাদের কথা কেউ বলে না, সেই কথাগুলো আমি তুলে ধরতে চাই। বলতে পারেন মানবিক দায়বদ্ধতা থেকে এই নাটকটি পরিচালনা করা।'