কলাকুশলীর দলে থাকছে সেই মূল কাণ্ডারীরা। সুমনা দাস (পর্ণা ওরফে 'টুম্পা'), সায়ন ঘোষ এবং দীপাংশু আচার্য। এ বার থাকছেন অভিনেতা অমিত সাহা, দীপক দাস প্রমুখ।
তবে এ বার 'টুম্পা' থাকছে তো?
advertisement
সুমনার কথায়, ''আমরা 'টুম্পা' গানটা বানিয়েছিলাম সিরিজের প্রচারের জন্য। সিরিজে আমার নাম ছিল পর্ণা। কিন্তু গানটা এমন হিট হয়ে গেল যে আমি 'টুম্পা'ই হয়ে গেলাম। তো এ বার পর্ণা তো অবশ্যই থাকবে। 'টুম্পা'ও থাকবে। কিন্তু সেই নামে থাকবে না। অন্য কোনও নামে, অন্য কোনও বেশে আসবে। 'টুম্পা'র জায়গায় 'চম্পা', 'পম্পা' নানা কিছু হতে পারে। 'টুম্পা' তো এক এবং অদ্বিতীয়। তবে কথা দিচ্ছি, মানুষ হতাশ হবেন না। আগের সিজনে যে ভাবে আমাদের ভালবেসেছেন, হলফ করে বলব, এ বারও ভালবাসবেন। জমদমাটি দ্বিতীয় সিজন নিয়ে আসছি আমরা।''
আরও পড়ুন: ফের নতুন মোড়কে বাংলা কাঁপাতে আসছে 'টুম্পা সোনা'...
এর বেশি এখনই কিছু বলতে পারবেন না সুমনা। তবে আশ্বাস দিয়েছেন, অনুমতি পেলেই দর্শকদের সামনে সব তথ্য খোলসা করবেন সকলের প্রিয় 'টুম্পা'। সম্ভবত কালীপুজোতেই নতুন সিজন আসতে চলেছে।