TRENDING:

ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুও

Last Updated:

কলাকুশলীর দলে থাকছে সেই মূল কাণ্ডারীরা। সুমনা দাস (পর্ণা ওরফে 'টুম্পা'), সায়ন ঘোষ এবং দীপাংশু আচার্য। এ বার থাকছেন অভিনেতা অমিত সাহা, দীপক দাস প্রমুখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার অতিমারিতে বিদ্ধ গোটা পৃথিবী। আচমকা বাংলার বুকে চাঁদনি রাতে 'টুম্পা' এসে সকলকে হাসিয়ে, মাতিয়ে, নাচিয়ে চলে গেল। দু'বছর পেরিয়ে গেল, কিন্তু মানুষ এখনও 'টুম্পা সোনা'র জ্বরে কাবু। সেই জ্বরের রেশ থাকতে না থাকতেই 'টুম্পা' হাজির নতুন বেশে, নতুন রূপে, নতুন নামে। আসছে অরিজিৎ সরকার পরিচালিত 'রেস্ট ইন প্রেম' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। শুরু হতে চলেছে শ্যুটিং।
advertisement

কলাকুশলীর দলে থাকছে সেই মূল কাণ্ডারীরা। সুমনা দাস (পর্ণা ওরফে 'টুম্পা'), সায়ন ঘোষ এবং দীপাংশু আচার্য। এ বার থাকছেন অভিনেতা অমিত সাহা, দীপক দাস প্রমুখ।

আরও পড়ুন: উপস্থিত আত্মীয়-স্বজনের মাঝে টুম্পা সোনা গানে নব দম্পতিকে নাচতে নাচতে বরণ শাশুড়ির! সুপার ভাইরাল ভিডিও

তবে এ বার 'টুম্পা' থাকছে তো?

advertisement

সুমনার কথায়, ''আমরা 'টুম্পা' গানটা বানিয়েছিলাম সিরিজের প্রচারের জন্য। সিরিজে আমার নাম ছিল পর্ণা। কিন্তু গানটা এমন হিট হয়ে গেল যে আমি 'টুম্পা'ই হয়ে গেলাম। তো এ বার পর্ণা তো অবশ্যই থাকবে। 'টুম্পা'ও থাকবে। কিন্তু সেই নামে থাকবে না। অন্য কোনও নামে, অন্য কোনও বেশে আসবে। 'টুম্পা'র জায়গায় 'চম্পা', 'পম্পা' নানা কিছু হতে পারে। 'টুম্পা' তো এক এবং অদ্বিতীয়। তবে কথা দিচ্ছি, মানুষ হতাশ হবেন না। আগের সিজনে যে ভাবে আমাদের ভালবেসেছেন, হলফ করে বলব, এ বারও ভালবাসবেন। জমদমাটি দ্বিতীয় সিজন নিয়ে আসছি আমরা।''

advertisement

আরও পড়ুন: ফের নতুন মোড়কে বাংলা কাঁপাতে আসছে 'টুম্পা সোনা'...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর বেশি এখনই কিছু বলতে পারবেন না সুমনা। তবে আশ্বাস দিয়েছেন, অনুমতি পেলেই দর্শকদের সামনে সব তথ্য খোলসা করবেন সকলের প্রিয় 'টুম্পা'। সম্ভবত কালীপুজোতেই নতুন সিজন আসতে চলেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল