TRENDING:

ও মা গো! গ্যালারিতে ভয়ে কাঁটা রণবীর, বুকে জড়িয়ে সান্ত্বনা দীপিকার, দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, নায়কের হৃদস্পন্দন তখনও আলোর বেগে ছুটছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাঁর পছন্দের টিম বিশ্বকাপ হাতে নেবে। তাই ইংরেজিতে 'ও মাই গড' বলে যাচ্ছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: ফুটবল হোক বা ক্রিকেট, রণবীর সিং যে আদ্যপান্ত খেলাপ্রেমী, সে তো সকলেরই জানা। আর গতকাল রাতের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের রোমহর্ষক ম্যাচে সারা পৃথিবী যেভাবে দাঁতে দাঁত চেপে বসেছিল, সেই তালিকায় তিনি তো থাকবেনই। সেখানেই প্রত্যেক নেটিজেন রণবীরের প্রতিক্রিয়ার সঙ্গে নিজেদের মিল পেয়েছেন।
advertisement

পেনাল্টি শ্যুটআউটের শেষ গোলের ঠিক আগের মুহূর্তে কী করছিলেন রণবীর? সেই সময়টাই ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওটি গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে গ্যালারিতে বসেছিলেন রণবীর। ভয়ে কাঁটা হয়ে ছিলেন মেসিভক্ত রণবীর। তেমনই সময়ে আর্জেন্টিনার শেষ গোলটা হয়ে যায়। মেসির জয় নিশ্চিত হতেই দীপিকাকে জড়িয়ে ধরলেন রণবীর।

আরও পড়ুন: ছোট্ট একটা টিভিতে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখতাম, এখন... মেসিকে কী লিখলেন শাহরুখ

advertisement

আরও পড়ুন: ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, নায়কের হৃদস্পন্দন তখনও আলোর বেগে ছুটছে। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তাঁর পছন্দের টিম বিশ্বকাপ হাতে নেবে। তাই ইংরেজিতে 'ও মাই গড' বলে যাচ্ছিলেন তিনি। স্বামীর তুমুল আবেগে লাগাম টানতে, তাঁকে সান্ত্বনা দিতে দীপিকা বুকে টেনে নেন রণবীরকে। কয়েক মুহূর্ত পরেই দু'জনে মিলে মেসিরকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। দীপিকা জিজ্ঞাসা করতে থাকেন, 'তিনি কোথায়?' মাঠে মেসিকে চিহ্নিত করে রণবীর তাঁর স্ত্রীকে দেখান। উল্লাসে ফেটে পড়েন তারকা দম্পতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পাডুকোন প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করেন। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন। প্রাক্তন স্প্যানিশ ফুটবলার, ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ও মা গো! গ্যালারিতে ভয়ে কাঁটা রণবীর, বুকে জড়িয়ে সান্ত্বনা দীপিকার, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল