TRENDING:

আচমকাই অসুস্থ রণজয়, তড়িঘড়ি ছুটতে হয় হাসপাতালে, কী হল অভিনেতার

Last Updated:

রণজয় নিজেই গাড়ি করে শহরের এক বেসরকারি হাসপাতালে পৌঁছন। কিন্তু তত ক্ষণে ব্যথা এত তীব্র হয় যে গাড়ি থেকে নামতে বেগ পেতে হয় অভিনেতাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আচমকাই অসুস্থ অভিনেতা রণজয় বিষ্ণু। শনিবার রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বন্ধ রাখতে হয় ধারাবাহিক 'গুড্ডি'র শ্যুটিং।
advertisement

দীর্ঘ দিন ধরেই কোমরের সমস্যায় ভুগছেন রণজয়। তার জন্য প্রত্যেক দিন বিশেষ শরীরচর্চাও করতে হয় অভিনেতাকে। শনিবার আচমকাই পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হয় তাঁর। রণজয় নিজেই গাড়ি করে শহরের এক বেসরকারি হাসপাতালে পৌঁছন। কিন্তু তত ক্ষণে ব্যথা এত তীব্র হয় যে গাড়ি থেকে নামতে বেগ পেতে হয় অভিনেতাকে।

নিউজ18 বাংলাকে রণজয় বলেন, "আমার টিস্যু ছিঁড়ে মাসল ফেটে যায়। ভাল করে হাঁটতে, দাঁড়াতে বা বসতে পারছিলাম না। এক দিন হাসপাতাল থেকেছি। গতকাল (মঙ্গলবার) থেকে একটু দাঁড়াতে পারছি।"

advertisement

আরও পড়ুন: রোগে ধুঁকছে শরীর, তাও নেচে সবাইকে খুশি করার চেষ্টা, ঐন্দ্রিলার ভিডিও পোস্ট দিদির

আরও পড়ুন: দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ

দ্রুত সুস্থ হয়ে উঠতে রণজয়ের ফিজিওথেরাপি, কাপিং এবং নিডল থেরাপি চলছে। তবে আপাতত খুব বেশি হাঁটাচলা করতে পারছেন না অভিনেতা। তিনি বললেন, "চিকিৎসক আমাকে কয়েকটা দিন পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বলেছি দাঁড়িয়ে কোন দৃশ্য করব না। সিঁড়ি দিয়েও একা ওঠানামা করতে পারছি না। কারও একটা সাহায্য লাগছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

বুধবার থেকে শ্যুট শুরু করেছেন রণজয়। বর্তমানে বেশির ভাগ দৃশ্যে যতটা সম্ভব বসে অভিনয় করবেন তিনি তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আচমকাই অসুস্থ রণজয়, তড়িঘড়ি ছুটতে হয় হাসপাতালে, কী হল অভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল