রোগে ধুঁকছে শরীর, তাও নেচে সবাইকে খুশি করার চেষ্টা, ঐন্দ্রিলার ভিডিও পোস্ট দিদির

Last Updated:

ব্রেন স্ট্রোকের পর যে ক'দিন ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি ছিলেন, ঐশ্বর্য প্রতি মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলার দায়িত্ব নিয়েছিলেন। দাঁতে দাঁত চেপে বোনের সঙ্গেই লড়াই করেছিলেন। কিন্তু বোনে আটকে রাখতে পারলেন না আর।

#কলকাতা: ২৪ বছরের স্মৃতি আঁকড়ে বসে রয়েছেন দিদি। আরও হয়তো কত কত বছর একসঙ্গে কাটানো ছিল। আরও কত লড়াই লড়তে হত। কিন্তু আচমকাই মাঝপথে সব থেমে গেল ছোট বোন। ঐন্দ্রিলা শর্মা ফেলে গেলেন দিদি ঐশ্বর্য শর্মাকে।
বোনের মৃত্যুর পর ফেসবুক জুড়ে বোনের বিভিন্ন স্মৃতি শেয়ার করে চলেছেন ঐন্দ্রিলার চিকিৎসক দিদি। কখনও ছোটবেলার ছবি, কখনও বা যৌবনের, কখনও আবার বোনের ভিডিও পোস্ট করছেন ঐশ্বর্য।
advertisement
সদ্য একটি ভিডিও দেখা গিয়েছে তাঁর ফেসবুকে। ফাইটার ঐন্দ্রিলার আর এক মুহূর্ত। ছোট সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যানসার রোগাক্রান্ত অভিনেত্রী হাসপাতালের ঘরে ক্যামেরার দিকে তাকিয়ে নাচ করছেন। শরীরে যে রোগের ক্লান্তি, যন্ত্রণা রয়েছে, তা স্পষ্ট, কিন্তু ঐন্দ্রিলার চোখে মুখে হাসির ঝলক। অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা। মাথায় চুল নেই কেমোথেরাপির জেরে। হাতে নল লাগানো। কিন্তু তাঁর চেহারায় বাঁচার তাগিদ চোখে পড়ছে।
advertisement
ভিডিওর সঙ্গে ঐশ্বর্য ক্যাপশনে লিখেছেন, 'শক্তি, সাহস, যুদ্ধ, জয়ের আর এক নাম আমার বুনু।'
ব্রেন স্ট্রোকের পর যে ক'দিন ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি ছিলেন, ঐশ্বর্য প্রতি মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলার দায়িত্ব নিয়েছিলেন। দাঁতে দাঁত চেপে বোনের সঙ্গেই লড়াই করেছিলেন। কিন্তু বোনে আটকে রাখতে পারলেন না আর। বোনের শেষযাত্রায় নিজে হাতে সাজিয়ে বোনকে চিরবিদায় জানিয়েছিলেন ঐশ্বর্য। আজ না থেকেও যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভীষণভাবে আছেন ছোট বোন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা প্রতিটি শব্দেও যেন ফুটে উঠেছে সেই আবেগ।
advertisement
গত রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর। টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার, প্রেমিক সব্যসাচী চৌধুরী-সহ গোটা বাংলা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোগে ধুঁকছে শরীর, তাও নেচে সবাইকে খুশি করার চেষ্টা, ঐন্দ্রিলার ভিডিও পোস্ট দিদির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement