দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ

Last Updated:

স্মৃতিটুকুই নিজের ফেসবুকে ডিসপ্লে পিকচার করে রাখলেন। নিজের ফেসবুকের দেওয়ালে বাঁধিয়ে রাখলেন হৃতজিৎ। তাঁদের চারজনের ছবি। সব্যসাচী, ঐন্দ্রিলা, অর্পিতা এবং হৃতজিৎ।

#কলকাতা: গত মে মাসে বিয়ে সেরেছিলেন অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায়। ১২ জুন টেলিপাড়ার বন্ধুদের উপস্থিতিতে রিসেপশন অনুষ্ঠিত হয় কলকাতায়। হৃতজিৎ এবং অর্পিতা তিওয়ারির এই শুভ দিনে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা এবং তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী। আজ ঐন্দ্রিলা নেই, তাঁর স্মৃতি রয়ে গিয়েছে।
আর সেই স্মৃতিটুকুই নিজের ফেসবুকে ডিসপ্লে পিকচার করে রাখলেন। নিজের ফেসবুকের দেওয়ালে বাঁধিয়ে রাখলেন হৃতজিৎ। তাঁদের চারজনের ছবি। সব্যসাচী, ঐন্দ্রিলা, অর্পিতা এবং হৃতজিৎ। সঙ্গে লিখলেন, 'ভাল থাকিস বন্ধু, দেখা হবে আবার, আমার বিশ্বাস।'
advertisement
এর আগে গত ১৭ নভেম্বর একটি পোস্টে অভিনেতা লিখেছিলেন, 'মনে পরে যায় আমার বিয়ের Reception এর রাত, কতো কথা হল.. অনেক দিন পর তোর সাথে দেখা হল কি না।। আমার এক কথায় তুই সব্য কে নিয়ে চলে এসেছিলি আমার reception এ... মনে পরে যায় সেই তোর আর আমার করা Love cafe সিনেমার shooting এর দিন গুলোর কথা..'
advertisement
বাকি বন্ধুদের মতো হৃতজিৎও ক্রমাগত খবরাখবর রাখছিলেন ঐন্দ্রিলার। হাসপাতালে না থেকেও বারবার সব্যসাচীকে ফোন করে বা অন্য কোনও ভাবে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কথা জানছিলেন।
গত ২ নভেম্বর ব্রেন স্ট্রোকের পর ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময়ে হৃতজিৎ নিউজ18 বাংলাকে বলেছিলেন, "সব্যসাচী কিছুই খেতে চাইছে না। কোনও ভাবে ওকে খাওয়ানো হচ্ছে। ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচীও একটা কঠিন লড়াই লড়ছে। ওর সাহসকে কুর্নিশ।"
advertisement
তাঁরও বিশ্বাস ছিল, ঐন্দ্রিলা ফিরবেন। তাই ফেসবুক পোস্টে লিখেছিলেন, 'সব্যসাচী, ঐন্দ্রিলা, তোদের আবারও প্রাণোচ্ছল ভাবে একসঙ্গে দেখতে চাই আমরা সব্বাই।' কিন্তু তেমনটা হল না। লড়াই থেমে গেল 'জিয়নকাঠি'র নায়িকার।
advertisement
রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর। টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। ভক্তদের মনেও কালো মেঘ। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন। বহু যুদ্ধে জয়ী হয়েও ফিরে এল না মেয়েটা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement