স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ

Last Updated:

Aindrila Sharma death-saurav das: অভিনেত্রীর বন্ধু সৌরভ দাস নিউজ18 বাংলাকে জানালেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরোবে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে।

#কলকাতা: রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা শর্মার। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। অভিনেত্রীর বন্ধু সৌরভ দাস নিউজ18 বাংলাকে জানালেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরোবে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে  টেকনিশিয়ান স্টুডিয়োতে। তার পর সোজা ক্যাওড়াতলা। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
ঐন্দ্রিলার পরিবারের বাইরে নন অভিনেতা সৌরভ৷ রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে আত্মার টান৷ প্রথম থেকেই প্রয়াত নায়িকার প্রেমিক সব্যসাচী চৌধুরীর সঙ্গে ছিলেন তিনি৷ লড়েছেন৷ ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন৷ কখনও তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের৷ ঐন্দ্রিলার মৃত্যুর পরে সৌরভ পোস্ট করেন, 'ঐন্দ্রিলা জিতে গেল৷ ও এর থেকে অনেক ভাল জায়গা, ভাল মানুষ (সবার উদ্দেশ্যে নয়) পাওয়ার যোগ্য৷ ও ভাল আছে, অনেক শান্তির জগতে আছে৷' পাশাপাশি সব্যসাচীকে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি৷
advertisement
advertisement
সৌরভ এও জানালেন, ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।" নিউজ18 বাংলাকে তিনি আরও বললেন, "সব্যর কী অবস্থা, সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফ্টের এক কোণে বসে আছে ও। ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement