নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বারে চলচ্চিত্র উৎসবের বিশাল আয়োজনে উদ্বোধন। সেখানেই থাকার কথা রানির। সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহার মতো তাবড় তাবড় তারকা।
আরও পড়ুন: ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শোভন-বৈশাখী, তারকার হাটে নজর কাড়লেন যুগলে
বাংলার মাটিতে ফেরা নিয়ে তাই রানি উৎফুল্ল। নিজের শহরে পুরস্কার গ্রহণ করতে কেমন লাগছে তাঁর?
advertisement
আরও পড়ুন: KIFF উদ্বোধনের জন্য শ্যুটিং বন্ধ! সুদীপ্তা লিখলেন, তারকাদের দেখতে যাবেন শিল্পীরা
রানির কথায়, ''কলকাতা সফর মানেই ছোটবেলার কত কত স্মৃতি মনে ভিড় করা। ছোট থেকে সিনেমার প্রতি যে ভালবাসা তৈরি হয়েছে, তাও তো এই কলকাতা থেকেই। সেগুলির কথা মনে পড়ে যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চিরকালই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকদের স্মরণ করেছে। শুধু কিংবদন্তি পরিচালকদের নয়, এই উৎসবে জয়গান গাওয়া হয়েছে কিংবদন্তি টেকনিশিয়ানদেরও। এবার তারা আমার পেশাজীবনকে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমি আপ্লুত। গর্বের মুহূর্ত আমার কাছে। বাংলার, ভারতের এবং বিশ্বের বিনোদন জগতের সেরাদের পাশে দাঁড়িয়ে এই পুরস্কার গ্রহণ করব, এ তো আমার কাছে অত্যন্ত সম্মানের।''
বৃহস্পতিবার সকালে রানি বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় কিং খানের চার্টার্ড ফ্লাইটে এসেছেন। দু’জন থাকছেনও শহরের একই পাঁচতারা হোটেলে। তবে ফেরার পথে রানি মুখোপাধ্যায় একাই ফিরছেন ১৫ তারিখ, রাত ৮.৪০-এ এক প্রাইভেট এয়ারওয়েজে।