KIFF উদ্বোধনের জন্য শ্যুটিং বন্ধ! সুদীপ্তা লিখলেন, তারকাদের দেখতে যাবেন শিল্পীরা

Last Updated:

হঠাৎ সমস্ত শ্যুটিং বন্ধ হওয়ার খবরে ব্যঙ্গের মোড়কে লিখলেন অভিনেত্রী। তাঁর লেখায়, 'দেশ বিদেশের তাবড় সিনেমা নির্দেশক/নির্মাতারা আসছেন। তাঁদের দেখতে যাবেন আমাদের শিল্পী ও কলাকুশলীরা। খুবই শুভ উদ্যোগ!'

#কলকাতা: টলিপাড়ায় আজ বন্ধ শ্যুটিং। শহরজুড়ে আজ সেলুলয়েডের উৎসব। আর তারই জন্য এই সিদ্ধান্ত নিল গিল্ড। প্রোডাকশন হাউজগুলির কাছে সেরকম সার্কুলারও পৌঁছেছে গিল্ডের তরফ থেকে। যেহেতু ধারাবাহিক এবং ছবির কলাকুশলীদের বেশিরভাগই নেতাজি ইনডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত এবং হাজির থাকবেন, তাই সেই অর্থে টালিগঞ্জের স্টুডিওগুলোতে আজ শ্যুটিং হবে না। বেশিরভাগ প্রোডাকশন হাউজগুলি আজ তাদের ধারাবাহিকের কাজ বন্ধ রেখেছে।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে সেই খবর দিয়ে লিখেছেন, 'আমারও আজ সিনেমার শ্যুটিং ছিল। গতকাল ক্যানসেল হয়ে গেলো। শুনলাম, মেসেজ এসেছে, শ্যুটিং রাখা যাবে না! কী মজা! হঠাৎ পাওয়া ছুটি এমন উত্তেজনা এনে দেয়, মনে হয় একদিনে অনেক কিছু করে ফেলি।'
advertisement
advertisement
কিন্তু কেবল খবর দেওয়ার উদ্দেশ্যে তাঁর এই পোস্ট নয়। হঠাৎ সমস্ত শ্যুটিং বন্ধ হওয়ার খবরে ব্যঙ্গের মোড়কে লিখলেন অভিনেত্রী। তাঁর লেখায়, 'দেশ বিদেশের তাবড় সিনেমা নির্দেশক/নির্মাতারা আসছেন। তাঁদের দেখতে যাবেন আমাদের শিল্পী ও কলাকুশলীরা। খুবই শুভ উদ্যোগ! এমন করে আগে কেউ কখনো ভাবতেন বলে জানি না। তবে এব্যাপারে আমার এক খান প্রস্তাব ও আছে। সেটা হলো, শুধু আর্টিস্ট দেখা এবং উদ্বোধনী ছবি দেখায় থেমে না থেকে আমরা যাতে একটু ভালো সিনেমা দেখার ও সুযোগ পাই, তার জন্য ফিল্ম ফেস্টিভ্যালের ১০ দিন সব শুটিং বন্ধ রাখা হোক। আমরা ফিল্ম/টিভি/ওয়েব ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা ও কলাকুশলীরা ১০ দিন ধরে চুটিয়ে সিনেমা দেখি।'
advertisement
এছাড়া তাঁর অনুরোধ, 'এই ছুটিটা বছরের শুরুতেই ঘোষণা করে দেওয়া হোক। তাহলে ওই কটা দিন আগে থেকে শ্যুটিং রেখে, শেষ মুহূর্তে মেসেজ পেয়ে বন্ধ করতে বাধ্য হয়ে প্রযোজক/পরিচালকদের টাকা পয়সার ক্ষতি হয় না, চোখের সামনে সব পরিকল্পনা ঘেঁটে ঘ হতে দেখতে হয় না, টিভি সিরিয়ালগুলোর টেলিকাস্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে না, এই আর কি।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF উদ্বোধনের জন্য শ্যুটিং বন্ধ! সুদীপ্তা লিখলেন, তারকাদের দেখতে যাবেন শিল্পীরা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement