ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শোভন-বৈশাখী, তারকার হাটে নজর কাড়লেন যুগলে

Last Updated:

তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বৃহস্পতিবারের ঝকঝকে উদ্বোধন অনুষ্ঠানে এলেন দু’জনে৷

#কলকাতা: বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮ তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বারে চলচ্চিত্র উৎসবের বিশাল আয়োজনে উদ্বোধন হবে৷ সেখানে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা থেকে জয়া বচ্চনের উপস্থিত থাকার কথা৷ সেই অনুষ্ঠান শুরু কয়েক মুহূর্ত আগেই সব ক্যামেরা ঘুরে গেল কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবীর দিকে৷ নেতাজি ইন্ডোরে উপস্থিত হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বৃহস্পতিবারের ঝকঝকে উদ্বোধন অনুষ্ঠানে এলেন দু’জনে৷ শীতের কলকাতায় লাল রঙের ম্যাচিং পোশাকে তাঁদের দু’জনকে দেখা গেল৷ এর আগেও ফিল্ম ফেস্টিভালে দেখা গিয়েছিল দু’জনকে৷ সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা দু’জনে৷ যদিও তাঁরা তৃণমূলে যোগ দেননি৷ কিন্তু শোভন জানিয়েছিলেন, দল যা বলবে, তাই করবেন৷
advertisement
advertisement
আরও পড়ুন - '১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল
সেই জল্পনার রেশ মিটতে না মিটতেই ফের নেতাজি ইন্ডোরের সরকারি অনুষ্ঠানে দেখা মিলল দু’জনের৷ এ দেখা যে জল্পনা বাড়িয়ে দেওয়ার মতো, তা বলাই বাহুল্য৷ দুপুরে তাঁরা উপস্থিত হয়ে কথা বললেন অরুপ বিশ্বাস, শান্তনু সেন, তাপস রায়ের সঙ্গে৷ তাঁরা গিয়ে বসলেন নির্মল মাঝির পাশে৷ সব মিলিয়ে যেন পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেন দু’জনেই৷
advertisement
বৃহস্পতিবার দুপুরেই নেতাজি ইন্ডোরে প্রবল আয়োজনে উদ্বোধন করা হবে ২৮ তম চলচ্চিত্র উৎসবের৷ সেখানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা-থেকে শুরু করে একঝাঁক বলি-টলি তারকারা৷ এ বারের সাতদিনের উৎসব করোনা কাল কেটে যাওয়ার পর প্রথমবার পুরোদমে আয়োজিত হচ্ছে, সে কারণে উৎসাহ রয়েছে তুঙ্গে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শোভন-বৈশাখী, তারকার হাটে নজর কাড়লেন যুগলে
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement