'১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল

Last Updated:

আসানসোলে পদপিষ্টের ঘটনা নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুললেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী। - ফাইল ছবি
কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী। - ফাইল ছবি
#কলকাতা: আসানসোল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরে পদপিষ্টের ঘটনা নিয়ে এবার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, "বিরোধী দলনেতার দেওয়া ১২, ১৪, ২১ তারিখ গুরুত্বপূর্ণ। উনি ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছিলেন। ১২ তারিখ লালন শেখের রহস্যমৃত্যু। ১৪ তারিখ তিন জনের মৃত্যু। এখন বলছেন কোর্টের তারিখের কথা। এই সব দিয়ে কি রাজনীতি হয় নাকি? এখন ২১ তারিখ নিয়ে আমরা আতঙ্কিত।"
শুভেন্দুকে তোপ দেগে কুণাল বলেন, "সিবিআই-এর যোগ্যতা নষ্ট করে দিচ্ছে এই শুভেন্দু অধিকারী। আসলে তাঁরা সিবিআইকে ব্যবহার করছেন। যদি বাড়ি যাওয়ার তারিখ বলা যায়, তাহলে তো মেরে দেওয়ার তারিখও বলা যায়। আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই।"
কুণাল বলেন, "আসানসোল পুলিশ কমিশনার বলেছেন, অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হয়েছে। এর পর দেখা গেল, চৈতালি তিওয়ারি চিঠি দিয়েছেন থানাকে, সেটা দেখানো হচ্ছে। সেখানে লেখা আছে কনটেন্ট নট ভেরিফায়েড। দুটোর ফারাক আছে। পুলিশ ওনাদের কাছে এস্টিমেট চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। কোনও যোগাযোগ তাঁরা করেননি। পুলিশ ছিল কারণ শুভেন্দু অধিকারী নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি। এর সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক নেই।"
advertisement
advertisement
কুণাল আরও বলেন, "এখন নিজেকে বাঁচাতে পুলিশের প্রশংসা করছেন। দিলীপ ঘোষ বলেছেন, পুলিশের ওপর ভরসা করে এমন অনুষ্ঠান করা যায় না। আসলে ওনারা ছবি তুলে চলে যেতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা পৈতৃক সম্পত্তি ভেবেছেন। পুলিশ মানছেন না।"
advertisement
তিনি আরও বলেন, "বিচারপতি রাজাশেখর মান্থার সব এফআইআরের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আইন আইনের পথে চলবে। আমরা রাজনৈতিক ভাবে বলছি, আগামী দিন কী হবে, না জেনে আগাম স্থগিতাদেশ কীভাবে দিয়ে দিচ্ছেন? এটা কোনও আইন? ধারাবাহিক ভাবে পুলিশ অফিসারদের নাম করে হুমকি দিচ্ছে। সুরক্ষা বলয় যদি আদালত দেয়, তাহলে গণতান্ত্রিক ভাবে কথা বলতে কেন বলছেন না।"
advertisement
সুর চড়িয়ে কুণাল বলেন, "অবিলম্বে শুভেন্দু অধিকারী সহ যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে এই ঘটনারও আমরা তদন্ত চাইছি। মানুষকে বিপদে ফেলে তাঁরা পালিয়ে গিয়েছেন। লোক হবে না জেনে কম্বল দেয়। মুখ দেখাতে পারবেন না, বলে পালিয়ে গিয়েছেন। একটা অ্যাম্বুলেন্স কেন ছিল না। সারদা-নারদার টাকা নিয়েছো। তার জন্য কম্বল দিয়ে লোক টানছে। গাড়ি ঘুরিয়ে গেলেন না কেন?"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement