TRENDING:

Ranbir-Alia:পানীয়তে চুমুক দিয়েই আলিয়াকে ভালবাসায় ভরালেন রণবীর, বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা ছবি ভাইরাল

Last Updated:

Ranbir-Alia: রণবীর কাপুরও সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে স্ত্রী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তেমনই বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্বামী রণবীরের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন আলিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রণবীর কাপুর ও আলিয়া ভাট, বরাবরই বি-টাউনের এ-লিস্টারদের মধ্য়েই রয়েছেন। তাঁদের প্রেম থেকে বিবাহ সবটাই যেন আলোচনার বিষয়। গতবছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। দেখতে দেখতে চোখের পলকে পার হয়ে গেল গোটা একটা বছর। জীবনের নতুন ইনিংস শুরুর একবছর পূর্ণ করে ফেললেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রথম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
পানীয়তে চুমুক দিয়েই আলিয়াকে ভালবাসায় ভরালেন রণবীর, বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা ছবি ভাইরাল
পানীয়তে চুমুক দিয়েই আলিয়াকে ভালবাসায় ভরালেন রণবীর, বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা ছবি ভাইরাল
advertisement

২০২২ সালের ১৪ এপ্রিল গাটছড়া বেঁধেছিলেন রণবীর ও আলিয়া ভাট। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হয়েছিলেন তারকা জুটি। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্বামী রণবীরের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন আলিয়া৷ ক্যাপশনে লেখা-'শুভ দিন'৷ ছবিগুলি ভাইরাল হতে মোটেই সময় লাগেনি৷ আলিয়ার পোস্টে অভিনেত্রী মৌনি রায়ও প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন৷

advertisement

আরও পড়ুন-সত্যিই কি হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ডেট করছেন সলমন, পূজার মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন-৩ মাসেই বন্ধ! কেন দর্শক ধরে রাখতে পারল না 'বালিঝড়'? অবশেষে মুখ খুললেন তৃণা

রণবীর কাপুরও সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে স্ত্রী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একে অপরের হাত ধরে পানীয়তে চুমুক দেওয়া, কেটে কাটা, শ্যাম্পেনের বোতল খোলা, সবশেষে আলিয়াকে কাছে টেনে আদুরে চুম্বন প্রতিটা মুহূর্তকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রণবীর কাপুর৷ ক্যাপশনে লেখা- 'এক বছর হয়ে গেল৷ শুভ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা আলিয়া'৷ রণবীরের এই পোস্টও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

গতকাল রাতেই তড়িঘড়ি মুম্বই উড়ে এসেছেন রণবীর কাপুর৷ মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হলেন রণবীর কাপুর৷ উল্লেখ্য, রণবীর ও আলিয়ার প্রথম বিবাহবার্ষিকীটা এবার আরও একটু বেশি স্পেশ্যাল করে তুলবে একরত্তি রাহা৷ চলতি বছরেই রণবীর ও আলিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান রাহা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir-Alia:পানীয়তে চুমুক দিয়েই আলিয়াকে ভালবাসায় ভরালেন রণবীর, বিবাহবার্ষিকীতে বিয়ের অদেখা ছবি ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল