কলকাতা: পথ চলা শুরু হয়েছিল সবে। কিন্তু মাত্র তিন মাসেই শেষ করতে হচ্ছে সফর। শেষ হচ্ছে 'বালিঝড়'। স্টার জলসার এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী রবিবার। আপাতত তা নিয়েই চর্চা টেলিপাড়া জুড়ে।
গত ফেব্রুয়ারিতে শুরু হয় 'বালিঝড়'। 'খড়কুটো' জুটির জনপ্রিয় জুটিকে ফের ছোট পর্দায় ফিরিয়ে এনেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তৃণা সাহা এবং কৌশিক রায়ের সঙ্গে ছিলেন ইন্দ্রাশিস রায়ও। ধারাবাহিকের তিন মুখেরই অতীতে ভাল টিআরপি এনে দেওয়ার রেকর্ড। মনে করা হয়েছিল, এ বার তেমনটাই হবে। তবে ভাবনার সঙ্গে মিলল না বাস্তব। গুঞ্জন, টিআরপি তালিকায় বিশেষ ছাপ ফেলতে পারেনি ধারাবাহিকটি। তাই নাকি 'বালিঝড়' থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
ধারাবাহিক আচমকা বন্ধ হওয়া প্রসঙ্গে তৃণা বলেন, "ঠিক কেন ধারাবাহিক বন্ধ হচ্ছে, সেটা জানি না। আসলে এই ধরনের বিষয়গুলো শিল্পীরা দেখেন না। কিন্তু দর্শকের হয়তো আমাদের ধারাবাহিক পছন্দ হয়নি। পছন্দ হলে ঠিকই চলত।"
আরও পড়ুন: প্রেম ভাঙার পরেই শুরু ঠান্ডা লড়াই! একে অপরকে কাঠগড়ায় তুলছেন শোভন-স্বস্তিকা
'খড়কুটো'য় তৃণা-কৌশিকের জুটি দর্শকদের মনে ধরেছিল। নেটমাধ্যমে নানা গ্রুপগুলিতে 'সৌগুন' নিয়ে চর্চা এখনও থামেনি। কিন্তু এ বার কি দর্শক ধরে রাখতে ব্যর্থ সেই রসায়ন? তৃণার উত্তর, "খড়কুটোর অনেকেই আমরা এই ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি। আমরা প্রত্যেকেই খুব মন দিয়ে কাজ করেছিলাম। আগের থেকেও হয়তো বেশি মনোযোগী হয়েছিলাম। কিন্তু সব প্রোজেক্টই যে সফল হবে তার তো কোনও মানে নেই। তাই সেটা মেনে নিতে হবে।"
'বালিঝড়' শেষের পর একটি ছোট্ট বিরতি নেবেন তৃণা। এক টানা কাজের কারণে বিশ্রাম পাননি অভিনেত্রী। তাঁর শরীরও বিশেষ ভাল নেই। তাই আপাতত নিজেকে সময় দিতে চান তিনি। এর পর অরিন্দম শীলের ছবির শ্যুট নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়ার পালা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trina Saha