শোনা যাচ্ছে, সম্পর্ক ভেঙেছে ইতিমধ্যেই। আলাদা হয়েছে পথ। তিন বছরের প্রেমের সুতো ছিঁড়ে আলাদা পথে হাঁটছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত।
2/ 6
কিন্তু প্রেম ভাঙার পরেই তিক্ততার সুর? একে অপরের নাম না করেই ঠান্ডা যুদ্ধে নেমে পড়েছেন দুই প্রাক্তন? না, কোনও গুঞ্জন নয়। নেটমাধ্যমে তাঁদের পোস্ট সে দিকেই ইঙ্গিত করছে।
3/ 6
সম্প্রতি একটি স্টোরি দিয়েছেন শোভন। সেখানে লেখা, 'নিজেকে ক্ষমা করে দাও। যে ভাবে নিজের প্রাক্তনকে বারবার ক্ষমা করে দিয়েছ।' টলিপাড়ার অনেকেই মনে করছেন, এই 'প্রাক্তন' বলতে স্বস্তিকাকেই বোঝাতে চেয়েছেন শোভন।
4/ 6
এর পরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন স্বস্তিকা। একাধিক ছবিতে সাদা টি শার্ট এবং কালো শর্টসে ধরা দিয়েছেন নায়িকা। বিবরণীতে লিখেছেন, 'আমার টি শার্ট বলছে, 'যাই হয়ে যাক, মানুষ হিসেবে তুমি মোটেই ভাল নও।'
5/ 6
স্বস্তিকার পোস্টে এই 'তুমি'টি কি শোভন? প্রাক্তনের খোঁচা দেওয়া পোস্টের প্রত্যুত্তরেই কি এমনটি লিখলেন তিনি? প্রশ্ন উঠছে।
6/ 6
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে একাধিক কারণ। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের। কিন্তু বিচ্ছেদ বা বিচ্ছেদের কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গায়ক-নায়িকা।
Shovan-Swastika: প্রেম ভাঙার পরেই শুরু ঠান্ডা লড়াই! একে অপরকে কাঠগড়ায় তুলছেন শোভন-স্বস্তিকা
কিন্তু প্রেম ভাঙার পরেই তিক্ততার সুর? একে অপরের নাম না করেই ঠান্ডা যুদ্ধে নেমে পড়েছেন দুই প্রাক্তন? না, কোনও গুঞ্জন নয়। নেটমাধ্যমে তাঁদের পোস্ট সে দিকেই ইঙ্গিত করছে।
Shovan-Swastika: প্রেম ভাঙার পরেই শুরু ঠান্ডা লড়াই! একে অপরকে কাঠগড়ায় তুলছেন শোভন-স্বস্তিকা
সম্প্রতি একটি স্টোরি দিয়েছেন শোভন। সেখানে লেখা, 'নিজেকে ক্ষমা করে দাও। যে ভাবে নিজের প্রাক্তনকে বারবার ক্ষমা করে দিয়েছ।' টলিপাড়ার অনেকেই মনে করছেন, এই 'প্রাক্তন' বলতে স্বস্তিকাকেই বোঝাতে চেয়েছেন শোভন।
Shovan-Swastika: প্রেম ভাঙার পরেই শুরু ঠান্ডা লড়াই! একে অপরকে কাঠগড়ায় তুলছেন শোভন-স্বস্তিকা
এর পরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন স্বস্তিকা। একাধিক ছবিতে সাদা টি শার্ট এবং কালো শর্টসে ধরা দিয়েছেন নায়িকা। বিবরণীতে লিখেছেন, 'আমার টি শার্ট বলছে, 'যাই হয়ে যাক, মানুষ হিসেবে তুমি মোটেই ভাল নও।'
Shovan-Swastika: প্রেম ভাঙার পরেই শুরু ঠান্ডা লড়াই! একে অপরকে কাঠগড়ায় তুলছেন শোভন-স্বস্তিকা
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে একাধিক কারণ। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের। কিন্তু বিচ্ছেদ বা বিচ্ছেদের কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন গায়ক-নায়িকা।