Salman Khan-Pooja Hegde:সত্যিই কি হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ডেট করছেন সলমন, পূজার মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

Salman Khan-Pooja Hegde: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। এর মধ্যেই ডেটিং নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন পূজা৷

মুম্বই: বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বয়সে ২৪ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেম করছেন সলমন খান। কে এই সুন্দরী? কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি আর কেউ নন, তিনি হলেন সলমনের আপকামিং ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' -এর সহ অভিনেত্রী পূজা হেগড়ে। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে পূজাই নাকি এখন সলমনের নয়নের মণি।
সম্প্রতি 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবির প্রচারে দুজনেই ব্যস্ত রয়েছেন৷ ছবিতে তাদের কেমিস্ট্রিও বেশ নজর কেড়েছে দর্শকদের৷ তার উপর সলমনের সঙ্গে ডেটিংয়ের গুজবও বেশ তুঙ্গে৷ এর মধ্যেই ডেটিং নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন পূজা৷ জনপ্রিয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পূজা বলেন, 'এটা নিয়ে আর কী বলব৷ আমি এরকমভাবেই থাকতে ভালবাসি৷ এখন শুধু একটাই লক্ষ্য কেরিয়ারে ফোকাস করা৷ তবে আশেপাশে যে গুজবগুলো রটছে তাতে মোটেই কান দেওয়ার সময় নেই'৷
advertisement
advertisement
এর আগেও বলিউডের অন্দরের এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, সলমন খান নাকি পূজার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সম্পর্কের পুরো গুজব উড়িয়ে দিয়েছেন পূজা৷ 'কিসি কা ভাই কিসি কি জান'- ছবিতে সলমনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে পূজাকে৷ তারপর থেকেই প্রেমের চর্চা শুরু৷ সলমনের কাছের বন্ধু তথা খ্যাতনামা পরিচালক সলমনের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, 'যে সমস্ত লোক এই ধরনের খবর ছড়ায়, তাদের লজ্জা থাকা উচিত। ওই মেয়েটা সলমনের মেয়ের বয়সী। একটা ছবি করছেন মানে ওরা প্রেম করছে। তবে এটা কিন্তু অস্বস্তিকর খবর'। যদিও চর্চা একটুও কমেনি৷ তবে এবার পূজার মন্তব্য নিয়ে জলঘোলা শুরু করেছেন নেটিজেনরা৷ চলতি বছরের ঈদে অর্থাৎ ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবিটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan-Pooja Hegde:সত্যিই কি হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ডেট করছেন সলমন, পূজার মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement