Vicky Kaushal: ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vicky Kaushal: ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে জোরদার আলোচনা চলছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল৷
মুম্বই: গত কয়েক বছরে বলিউডে খেলোয়াড়দের নিয়ে বায়োপিকের ধুম পড়েছে যেন! হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই ধ্যানচাঁদের বায়োপিকের কথা শোনা যাচ্ছে৷ আগে শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরকে ছবিতে দেখা যাবে ধ্যানচাঁদের ভূমিকায়৷ তবে এখন জানা যাচ্ছে, কিংবদন্তি হকি তারকা ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল৷ বায়োপিকের স্ক্রিপ্টও নাকি ভিকি কৌশলের পছন্দ হয়েছে৷ ছবির নির্মাতাদের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে৷ ইতিমধ্যেই ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে জোরদার আলোচনা চলছে৷ পরিচালক অভিষেক চৌবে ছবিটির পরিচালনা করবেন৷ প্রযোজক রণি স্ক্রিউবালা ধ্যানচাঁদের বায়োপিক তৈরির কথা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন৷
advertisement
advertisement
শ্যাম বাহাদূর ছবির জন্য এমনিতেই শিরোনামে রয়েছেন ভিকি কৌশল৷ তার উপর আবার ধ্যানচাঁদের বায়োপিকেও নাম শোনা যাচ্ছে ভিকির৷ অলিম্পিকে তিনবার সোনা জয়ী দলের সদস্য ধ্যানচাঁদ৷ এবার তাঁর জীবনী বড়পর্দায় আসতে চলেছে৷ যা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদূর' ছবির কাজও শেষ করে ফেলেছেন ভিকি৷ নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা৷ এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ভিকির ঝুলিতে৷ 'উরি' ছবির সাফল্যের পর থেকেই ভিকির জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে৷ আপাতত ধ্যানচাঁদের বায়োপিকে ভিকিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 7:52 PM IST