Vicky Kaushal: ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক

Last Updated:

Vicky Kaushal: ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে জোরদার আলোচনা চলছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল৷

ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক
ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক
মুম্বই: গত কয়েক বছরে বলিউডে খেলোয়াড়দের নিয়ে বায়োপিকের ধুম পড়েছে যেন! হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই ধ্যানচাঁদের বায়োপিকের কথা শোনা যাচ্ছে৷ আগে শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরকে ছবিতে দেখা যাবে ধ্যানচাঁদের ভূমিকায়৷ তবে এখন জানা যাচ্ছে, কিংবদন্তি হকি তারকা ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধ্যানচাঁদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল৷ বায়োপিকের স্ক্রিপ্টও নাকি ভিকি কৌশলের পছন্দ হয়েছে৷ ছবির নির্মাতাদের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে৷ ইতিমধ্যেই ধ্যানচাঁদের বায়োপিক নিয়ে জোরদার আলোচনা চলছে৷ পরিচালক অভিষেক চৌবে ছবিটির পরিচালনা করবেন৷ প্রযোজক রণি স্ক্রিউবালা ধ্যানচাঁদের বায়োপিক তৈরির কথা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন৷
advertisement
advertisement
শ্যাম বাহাদূর ছবির জন্য এমনিতেই শিরোনামে রয়েছেন ভিকি কৌশল৷ তার উপর আবার ধ্যানচাঁদের বায়োপিকেও নাম শোনা যাচ্ছে ভিকির৷ অলিম্পিকে তিনবার সোনা জয়ী দলের সদস্য ধ্যানচাঁদ৷ এবার তাঁর জীবনী বড়পর্দায় আসতে চলেছে৷ যা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদূর' ছবির কাজও শেষ করে ফেলেছেন ভিকি৷ নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা৷ এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ভিকির ঝুলিতে৷ 'উরি' ছবির সাফল্যের পর থেকেই ভিকির জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে৷ আপাতত ধ্যানচাঁদের বায়োপিকে ভিকিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal: ভিকি কৌশল এবার 'হকির যাদুকর'! বলিউডে আবার কিংবদন্তি খেলোয়াড়ের বায়োপিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement