Yami Gautam: নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Yami Gautam: কেরিয়ারের শুরুতেই নোস জব করানোর প্রস্তাব পেয়েছিলেন ইয়ামি গৌতম। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ইয়ামি নিজের কেরিয়ারের শুরুর কথা নিয়ে মুখ খুলেছেন। সেখানেই উঠে এসে নোস জবের কথা।
মুম্বই: বলি অভিনেত্রী ইয়ামি গৌতমকে নিয়ে সর্বদাই কৌতুহল অনুরাগীদের৷ খুব একটা বিতর্কে কখনওই থাকতে পছন্দ করেন না ইয়ামি গৌতম৷ অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি৷ প্রথম ছবিতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন৷ তবে শুধু বলিউডে নয়, বরং ওটিটিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি৷ তবে একধাপে এই সাফল্য পাননি ইয়ামি, এই সাফল্যের পিছনে রয়েছে অনেক লাঞ্ছনা। যা আপনাকে হতবাক করে দেবে। কেরিয়ারের শুরুতেই 'নোস জব' করার পরামর্শ পেয়েছিলেন অভিনেত্রী।
যদিও বলি তারকারা হামেশাই প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন। যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সৌন্দর্যের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোস জব তো কখনও লিপ জব। তা নিয়ে চর্চাও কম হয় না। তেমনই কেরিয়ারের শুরুতেই নোস জব করানোর প্রস্তাব পেয়েছিলেন ইয়ামি গৌতম। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ইয়ামি নিজের কেরিয়ারের শুরুর কথা নিয়ে মুখ খুলেছেন। সেখানেই উঠে এসে নোস জবের কথা।
advertisement
advertisement
ইয়ামি জানান, কেরিয়ারের শুরুতেই তাঁকে নাকের সার্জারি করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। যার কারণ হিসেবে বলা হয়েছিল, সুন্দর নাক একজন অভিনেত্রীর পুরো লুকটাই বদলে দেয়। ইয়ামির নাক নাকি তেমনটাও ছিল না। তাই একাধিকবার নাক সার্জারির জন্য তাঁকে বারবার চাপ দেওয়া হয়েছিল। তবে ইয়ামি সাফ জানিয়েছেন, কসমেটিক সার্জারি করতে হবে কি না, তা সম্পূর্ণ যিনি করবেন তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় সেটা করে থাকেন, তাহলে সেটাও তার ব্যক্তিগত বিষয়। জোর করে চাপ সৃষ্টি করে কোনও কিছুই করা উচিত নয়। তবে ইয়ামি কারওর কথায় নিজের নাকে ছুরি-কাঁচি চালাননি বরং নিজের পছন্দকেই প্রাধান্য দিয়েছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 4:21 PM IST