হোম /খবর /বিনোদন /
নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম

Yami Gautam: নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম

নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম

নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম

Yami Gautam: কেরিয়ারের শুরুতেই নোস জব করানোর প্রস্তাব পেয়েছিলেন ইয়ামি গৌতম। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ইয়ামি নিজের কেরিয়ারের শুরুর কথা নিয়ে মুখ খুলেছেন। সেখানেই উঠে এসে নোস জবের কথা।

  • Share this:

মুম্বই: বলি অভিনেত্রী ইয়ামি গৌতমকে নিয়ে সর্বদাই কৌতুহল অনুরাগীদের৷ খুব একটা বিতর্কে কখনওই থাকতে পছন্দ করেন না ইয়ামি গৌতম৷ অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি৷ প্রথম ছবিতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন৷ তবে শুধু বলিউডে নয়, বরং ওটিটিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি৷ তবে একধাপে এই সাফল্য পাননি ইয়ামি, এই সাফল্যের পিছনে রয়েছে অনেক লাঞ্ছনা। যা আপনাকে হতবাক করে দেবে। কেরিয়ারের শুরুতেই 'নোস জব' করার পরামর্শ পেয়েছিলেন অভিনেত্রী।

যদিও বলি তারকারা হামেশাই প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন। যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সৌন্দর্যের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোস জব তো কখনও লিপ জব। তা নিয়ে চর্চাও কম হয় না। তেমনই কেরিয়ারের শুরুতেই নোস জব করানোর প্রস্তাব পেয়েছিলেন ইয়ামি গৌতম। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ইয়ামি নিজের কেরিয়ারের শুরুর কথা নিয়ে মুখ খুলেছেন। সেখানেই উঠে এসে নোস জবের কথা।

আরও পড়ুন-বিয়ের জল্পনা তুঙ্গে, এর মধ্যেই গভীর রাতে কোথায় চললেন মালাইকা-অর্জুন

আরও পড়ুন-জয়পুর বিমানবন্দরে নেমেই হার্ট অ্যাটাক সুস্মিতার! শ্যুটিং শুরুর আগে মারাত্মক ঘটনা

ইয়ামি জানান, কেরিয়ারের শুরুতেই তাঁকে নাকের সার্জারি করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। যার কারণ হিসেবে বলা হয়েছিল, সুন্দর নাক একজন অভিনেত্রীর পুরো লুকটাই বদলে দেয়। ইয়ামির নাক নাকি তেমনটাও ছিল না। তাই একাধিকবার নাক সার্জারির জন্য তাঁকে বারবার চাপ দেওয়া হয়েছিল। তবে ইয়ামি সাফ জানিয়েছেন, কসমেটিক সার্জারি করতে হবে কি না, তা সম্পূর্ণ যিনি করবেন তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় সেটা করে থাকেন, তাহলে সেটাও তার ব্যক্তিগত বিষয়। জোর করে চাপ সৃষ্টি করে কোনও কিছুই করা উচিত নয়। তবে ইয়ামি কারওর কথায় নিজের নাকে ছুরি-কাঁচি চালাননি বরং নিজের পছন্দকেই প্রাধান্য দিয়েছিলেন।

Published by:Riya Das
First published:

Tags: Bollywood Actress, Yami Gautam