TRENDING:

Ranbir Kapoor-Sourav Ganguly: দাদার বায়োপিকে আমি? কলকাতায় এসে গুগলি রণবীরের, তার পরেই সৌরভের বলে ছক্কা নায়কের

Last Updated:

Ranbir Kapoor-Sourav Ganguly: শুধু নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রচারেই নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইডেনের মাঠে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে বলি তারকাকে। দুই তারকার ক্রিকেট ম্যাচ নিয়ে হইচই পড়ে গিয়েছিল মাঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার যেন শহরে উৎসব! রণবীর কাপুর কলকাতায় আসছেন। শুধু নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রচারেই নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ইডেনের মাঠে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে বলি তারকাকে। দুই তারকার ক্রিকেট ম্যাচ নিয়ে হইচই পড়ে গিয়েছিল মাঠে। তবে তার আগে ছবির প্রচারে শহরের শপিং মলে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি তারকা। লাভ রঞ্জনের ছবির হাত ধরে চেনা ছকে ফিরছেন রণবীর। ফের বহু দিন পর রোম্যান্টিক কমেডি ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে শ্রদ্ধা কাপুর।
সৌরভ-রণবীর ইডেনে
সৌরভ-রণবীর ইডেনে
advertisement

সেখানেই তাঁকে সরাসরি প্রশ্ন করা হল, তিনি কি দাদার বায়োপিকে অভিনয় করছেন? এই নিয়ে বহু দিন ধরে জল্পনার শেষ নেই। রবিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে সৌরভ এবং রণবীরের দেখা হবে। খেলবেন তাঁরা একসঙ্গে। বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রণবীর কাপুরকেই দেখা যেতে চলেছে? সেই জন্যই কি সৌজন্য সাক্ষাৎ?

advertisement

আরও পড়ুন: রাহার মধ্যে নয়া পরিবর্তন! ৩ মাসের একরত্তিকে নিয়ে কলকাতায় এসে মুখ খুললেন রণবীর

আরও পড়ুন: আরও বাঙালি পরিচালকদের সঙ্গে কাজের ইচ্ছা আছে, রণবীর তালিকা জানালেন নিউজ18 বাংলাকে

কিন্তু ইডেনে পৌঁছনোর আগেই সাংবাদিকদের গুগলি দিলেন রণবীর। অভিনেতার কথায়, ‘‘দাদার বায়োপিকে আমি? কোনও প্রস্তাব আসেনি এই ছবির। দাদা একজন লিভিং লেজেন্ড। তাঁর বায়োপিক তো হবেই। কিন্তু আমার কাছে খবর নেই এই বিষয়ে কোনও। আমি আসলে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে চিত্রনাট্য নিয়ে কাজ করছি।’’

advertisement

এর আগে নিউজ18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভও স্পষ্ট বলেছিলেন, ‘‘আমার বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করছে না। ভুল খবর রটছে। রণবীর কলকাতায় আসছে ওর নতুন সিনেমার প্রমোশনের জন্য। সেই কারণে আমার সঙ্গে দেখা হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু তার পরেও দু’জনকে ইডেনে ক্রিকেটে মত্ত হতে দেখা গেল। সৌরভের বলে পরপর ছক্কা হাঁকালেন বলি তারকা। জমজমাটি ইডেনে ঝলমলে দুই তারকা। কিন্তু দাদার বায়োপিক নিয়ে জল্পনার অবসান হল না।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor-Sourav Ganguly: দাদার বায়োপিকে আমি? কলকাতায় এসে গুগলি রণবীরের, তার পরেই সৌরভের বলে ছক্কা নায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল