সেখানেই তাঁকে সরাসরি প্রশ্ন করা হল, তিনি কি দাদার বায়োপিকে অভিনয় করছেন? এই নিয়ে বহু দিন ধরে জল্পনার শেষ নেই। রবিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে সৌরভ এবং রণবীরের দেখা হবে। খেলবেন তাঁরা একসঙ্গে। বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রণবীর কাপুরকেই দেখা যেতে চলেছে? সেই জন্যই কি সৌজন্য সাক্ষাৎ?
advertisement
আরও পড়ুন: রাহার মধ্যে নয়া পরিবর্তন! ৩ মাসের একরত্তিকে নিয়ে কলকাতায় এসে মুখ খুললেন রণবীর
আরও পড়ুন: আরও বাঙালি পরিচালকদের সঙ্গে কাজের ইচ্ছা আছে, রণবীর তালিকা জানালেন নিউজ18 বাংলাকে
কিন্তু ইডেনে পৌঁছনোর আগেই সাংবাদিকদের গুগলি দিলেন রণবীর। অভিনেতার কথায়, ‘‘দাদার বায়োপিকে আমি? কোনও প্রস্তাব আসেনি এই ছবির। দাদা একজন লিভিং লেজেন্ড। তাঁর বায়োপিক তো হবেই। কিন্তু আমার কাছে খবর নেই এই বিষয়ে কোনও। আমি আসলে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে চিত্রনাট্য নিয়ে কাজ করছি।’’
এর আগে নিউজ18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভও স্পষ্ট বলেছিলেন, ‘‘আমার বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করছে না। ভুল খবর রটছে। রণবীর কলকাতায় আসছে ওর নতুন সিনেমার প্রমোশনের জন্য। সেই কারণে আমার সঙ্গে দেখা হবে।’’
কিন্তু তার পরেও দু’জনকে ইডেনে ক্রিকেটে মত্ত হতে দেখা গেল। সৌরভের বলে পরপর ছক্কা হাঁকালেন বলি তারকা। জমজমাটি ইডেনে ঝলমলে দুই তারকা। কিন্তু দাদার বায়োপিক নিয়ে জল্পনার অবসান হল না।