কলকাতা: কলকাতায় রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির প্রচারে শহরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি তারকা। লাভ রঞ্জনের ছবির হাত ধরে চেনা ছকে ফিরছেন রণবীর। ফের বহু দিন পর রোম্যান্টিক কমেডি ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে শ্রদ্ধা কাপুর। কলকাতায় এসে সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা কাপুরের সঙ্গে দৈনন্দিন জীবনের খুঁটিনাটিও জানালেন তিনি। মেয়ে সদ্যই হাসতে শিখেছে। ছবির প্রচারে বিভিন্ন শহরে ঘুরতে হচ্ছে বলে মেয়ের কাছে থাকতে পারছেন না রণবীর। মন খারাপ বলি তারকার। কিন্তু মেয়ের কথা উঠতেই আনন্দে ঝলমল করে উঠল রণবীরের চেহারা।
অয়ন মুখোপাধ্যায়, অনুরাগ বসুর মতো বাঙালি পরিচালকদের সঙ্গে যোগসূত্র আজকের নয়। রণবীর এই দুই বাঙালি পরিচালকের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন, করবেনও। কিন্তু আর কোন কোন বাঙালি নির্দেশকের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছে আছে তাঁর? নিউজ18 বাংলার প্রশ্নে উত্তর দিলেন রণবীর কাপুর।
আরও পড়ুন: আচমকাই মুক্তির দিন বদল! কবে পর্দায় আসছে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি ম্যায় মক্কার'
আরও পড়ুন: 'আলিয়াকে চেনা দায়'! প্লাস্টিক সার্জারি করিয়েছেন রণবীর-ঘরনি? উত্তাল চারদিক
তাঁর কথায়, ‘‘কত ভাল ভাল বাঙালি পরিচালক রয়েছেন। সুজয় ঘোষের কথা প্রথমেই মাথায় আসছে।’’ তার পর বাঙালি পরিচালকদের নাম চাইলেন সকলের কাছ থেকেই। দেখা গেল, বাঙালি পরিচালকদের তালিকা মোটেও ছোট নয়। কাজ করতে চান অনেকের সঙ্গেই। রয়েছেন, সুজিত সরকার, অনিরুদ্ধ রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়ও। তাঁর কথায় জানা গেল, সুজিতের সঙ্গে একাধিক চিত্রনাট্য নিয়ে কথাবার্তা হয়েছে তাঁর।
তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এরকম নয় যে আমি কেবল বাঙালি পরিচালকদের সঙ্গেই কাজ করতে চাই। আমি সব পরিচালকের সঙ্গেই কাজ করতে চাই। যদি ভাল চিত্রনাট্য, চরিত্র আসে আমার কাছে, তখন আর অন্য কিছু দেখি না।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranbir Kapoor