Alia Bhatt: 'আলিয়াকে চেনা দায়'! প্লাস্টিক সার্জারি করিয়েছেন রণবীর-ঘরনি? উত্তাল চারদিক

Last Updated:

Alia Bhatt: নেটিজেনদের একাংশ আলিয়ার চেহারা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। অনেকেই মনে করছেন, কসমেটিক্র সার্জারির মাধ্যমে ভোল বদলেছেন রণবীর-ঘরনি।

আলিয়া ভাটের প্লাস্টিক সার্জারির গুঞ্জনে তোলপাড় চারদিক
আলিয়া ভাটের প্লাস্টিক সার্জারির গুঞ্জনে তোলপাড় চারদিক
মুম্বই: দিন দুয়েক আগের কথা। সঞ্জয় লীলা ভনসালীর জন্মদিনের পার্টিতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন আলিয়া ভাটও। সাদা রঙের স্যাটিনের ব্লেজারে তাক লাগিয়ে ছিলেন 'গঙ্গুবাই'। প্রিয় পরিচালকের বিশেষ দিনে লেন্সবন্দিও হয়েছিলেন পাপারাৎজির ক্যামেরায়। আর সেই ছবি ছড়িয়ে পড়তে শুরু বিতর্ক।
নেটিজেনদের একাংশ আলিয়ার চেহারা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। অনেকেই মনে করছেন, কসমেটিক্র সার্জারির মাধ্যমে ভোল বদলেছেন রণবীর-ঘরনি। ইতিমধ্যেই নেটমাধ্যমে এ নিয়ে জোরদার চর্চা শুরু। কেউ কেউ দাবি করছেন, অস্ত্রোপচারের মাধ্যমে নাকের গঠন বদলে ফেলেছেন। আবার একাংশের মতে, লিপ জব করিয়ে নাকি ঠোঁটের আকার নষ্ট করে ফেলেছেন আলিয়া।
advertisement
advertisement
সন্তান প্রসবের পর অনেক অভিনেত্রীরই ওজন বেড়ে যেতে দেখা গিয়েছে। কিন্তু নেটিজেনরা মনে করছেন, আলিয়ার ক্ষেত্রে নাকি তেমন কিছুই হয়নি। বরং মা হওয়ার পর নাকি আরও ওজন ঝরিয়েছেন তিনি। অনেকের দাবি, খাওয়াদাওয়া বাদ দিয়ে, কড়া ডায়েট করে নাকি রোগা হয়েছেন মহেশ-কন্যা।
advertisement
একরত্তি মেয়েকে সামলেই ফের কাজে মন দিয়েছেন আলিয়া। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে তাঁর 'রকি অউর রানি কি প্রেম কহানি'। এই ছবিতে আরও একবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'ও বড় পর্দায় আসবে চলতি বছরেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt: 'আলিয়াকে চেনা দায়'! প্লাস্টিক সার্জারি করিয়েছেন রণবীর-ঘরনি? উত্তাল চারদিক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement